পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38b. দীনবন্ধু মিত্র সকল কবিতা যেরূপ প্রশংসিত হইয়াছিল, 'স্বরধুনী’ কাব্য এবং ‘দ্বাদশ কবিতা সেরূপ প্রশংশিত হয় নাই। তাহার কারণ সহজেই বুঝা যায়। হাস্যরসে দীনবন্ধুর অদ্বিতীয় ক্ষমতা ছিল। “জামাইযী"তে হাস্যরস প্রধান। স্বরধুনী কাব্যে ও দ্বাদশ কবিতায় হাস্যরসের আশ্রয় মাত্র নাই। প্রভাকরে দীনবন্ধু যে সকল কবিতা লিখিয়াছিলেন, তাহ পুনর্মুদ্রিত হইলে বিশেষরূপে আদৃত হইবার সম্ভাবনা। 聯 聯 犧 দীনবন্ধু প্রভাকরে [ ১৪-১৫ মার্চ ১৮৫৩ ] “বিজয়-কামিনী” নামে একটি ক্ষুদ্র উপাখ্যান কাব্য প্রকাশ কফ্লিাছিলেন। নায়কের নাম বিজয়, নায়িকার নাম কামিনী। তাহার, সাধ হয়, দশ বার বৎসর পরে নবীন তপস্বিনী’ লিখিত হয়। ‘নবীন তপস্বিনীর নায়কের নামও বিজয় নায়িকাও কামিনী। চরিত্রগত, উপাখ্যান কাব্য ও নাটকের নায়ুকনায়িকার মধ্যে বিশেষ প্রভেদ নাই। এই ক্ষুদ্র উপাখ্যান-কাব্যথানি মুনীর হইয়াছিল।” দীনবন্ধুর প্রাথমিক রচনাগুলি বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ কর্তৃক প্রকাশিত 'দীনবন্ধু-গ্রন্থাবলী'তে সংগৃহীত হইয়াছে। রচনার নিদর্শনস্বরূপ আমরা তাহার দ্বিতীয় বারের "জামাই-ষষ্ঠী” কবিতাটি ‘সংবাদ প্রভাকর (২৫ মে ১৮৫২ ) হইতে উদ্ধৃত করিতেছি – “আইল মুখের ষষ্ঠ, মুখ জষ্টি মাসে। ধাইল জামাই সব, শ্বশুর-আবাসে। ফুটিল প্রেমের ফুল, হৃদয়-কাননে। ছুটিল কামের তীর, কামিনী-আননে। নবীন নায়ক সব, ছিল উচাটন। পাজি দেখে বুঝাইয়ে, রেখেছিল মন ।