পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বচনাৱলী ጏ¢» ষে জন হয়েছে, স্বর-জামায়ে, জামাই । কোন দিন নাহি তার, ষষ্ঠীর কামাই ॥ দু-কুলেতে কেহ নাই, কোথা আর যায়। ষষ্ঠীর বিড়াল হয়ে, মাচ জুদ থায় ॥ অপমানে অপমান, কিছু নাহি বোধ । পেটে খেলে পিঠে সত্ত্ব, কেন হবে ক্ৰোধ । সদা সহবাসে দারা, স্বসার সমান। ষষ্ঠীতে শ্বণ্ডরালয়, পিত্ৰালয় জ্ঞান ॥ সতত থাকিয়ে তথা, সুধী নয় মনে । মাতালে মদের স্থখ, জানিবে কেমনে ॥ ফলে যদি এ বিষয়ে, দোষ তার ধরি। বিচারেতে দোষী হন, হর আর করি ॥ দু তিন ছেলের বাপ, ষে সব জামাই। তারাও উঠেছে ক্ষেপে, বলে যাই যাই । ছেলে দেখিবারে যাব, বাট নিতে নয়। পো-নামে পোয়াতি বঁাচে, সৰ্ব্ব লোকে কয় ॥ এক দিকে বাপ, সাজে, আর দিকে ব্যাটা। ভাইপোরে লজ্জা দিয়ে, সাজিলেন জ্যাট । পুরাণ-জামাই কারো, ধরিবে না মনে। নবীন-জামাই কথা রচিব যতন ॥ একে একে উপনীত শ্বশুর সদনে । জামাই আইল দেখি, সবে স্বর্থী মনে ॥ কেহ আমি সমীরণ করে সঞ্চালন । বারি ঝারি জানি কেহ ধোঁয়ায় চয়ণ ॥