পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tఫి দীনবন্ধু মিত্র তৈল মাখাইয়ে কেহ দেয় সমাদরে । মনোসাধে যাদুমণি স্বান পূজা করে । অন্তঃপুরে আলি দাসী দেয় সমাচার। উথলিল মেয়েদের প্রেম-পারাবার ॥ খাদ্য দ্ৰব্য নানামত করি আয়োজন । অধীর হুইল তারা জামাই কারণ ॥ মাতা খাস, যা লো দাসি, বাহিরে সত্বরে। অবিলম্বে বনমালী আন গে অন্দরে ॥ এখানে জামাই বসে পুরুষের দলে। মন কিন্তু গেছে মনোমোহিনী মণ্ডলে । দাসী আসি হাসি হাসি কহে মৃদুস্বরে। এসে গে। জামাই বাবু বাড়ীর ভিতরে ॥ এ কথা শুনিলে আর থাকে কোন কাজ । . ব্যস্ত কেন যাই বলে উঠে যুবরাজ । ধীরি ধীরি সহচরী সহিত গমন । মুদ্রা দিয়া প্ৰণমিল শাশুড়ী-চরণ ॥ শাশুড়ীর আশীৰ্ব্বাদ ধানেতে প্রকাশ । তনয়ার হও দাস---এই অভিলাষ । প্ৰণমিয়ে নটবর সকলের পায় । হাস্ত আস্তে আসনের নিকটে দাড়ায় ॥ বোস বোস রসময় বলে রামাগণ । দাড়ায়ে রহিলে কেন থাকিতে আসন ॥ মনোহর মনোহর স্বরে কথা কয় । কি কারণ দাড়ায়েছি শুন পরিচয় ॥