পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

St 8 দীনবন্ধু মিত্র পরিহাসে রসালাপ করে যত মেয়ে । ইেটমুখে খায় হাব, নাহি দেখে চেয়ে। কারিগুরি নারীগণ করে অগণন । ঞ্জিনিষেতে জাল করে করিয়া যতন ॥ বারিহীন গেলাসের ঢাকনি উপরে । কলাগাছ-গোড়া কেটে ভাল ডাব করে । বিচুলির জলে করে মিছিরির পান। তৃষ্ণায় জামাই থাবে, না করিবে মান ॥ ঘুণের করেছে চিনি দেখিতে স্বন্দর পিপীলিকা খায় ভূলে, কোথা আছে নর। কোনমতে মেয়েদের না দেখি কমুর। কাটালের বিচি কেটে করেছে কেস্ট্রয় ॥ অপরূপ শশা করে তালাকুচা কেটে । আহলাদে হুইয়া কাণ দিতে হয় পেটে । তেঁতুলের বিচি বেটে করে ক্ষীর-ছাচ। প্রভেদ নাহিক তায়, কেবা পায় আঁচ | পিপুলপাতের পানে খিলি বানাইল । এলাচ নবঙ্গ গুয়া ভেল করে দিল ॥ চতুরেয় চারি চক্ষু প্রিয়া-পিতাবাচে করি সব অমুভব বুঝে লয় বাসে । জলপাত্র ঢাকা দেখি করিছে কৌশল। কোথা আমি হাত ধোব, দেশে নাই জল । বলে বাণী কোকিলবাদিনী স্বলোচনা । সারি সারি বারি-ঘট দেখেও দেখ না ।