পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী 公幢彰 স্বরসিক বলে শুন শুন গুণবতি । দেববাণী-তুল্য মানি তোমার ভারতী । কিন্তু কমলিনি কি হে শোন নি শ্রবণে । বঁাশ-বনে ডোম কাণ বলে সৰ্ব্ব জনে ॥ আর বামা বলিতেছে বচন সরল। মোচন কর হে পাত্র, পাইবে কমল ৷ গুণমণি বলে “ধনি, শুন বলি সার। ঢাকা পাত্রে দিলে হাত একে হবে আর ।” শুনিয়ে সরস ভাষা ভুবনমোহিনী। বারি-গোরা পাত্ৰ আনি দিলেন তখনি ॥ অচতুর অগ্রে করে ঢাকনি মোচন। জীবন না দেখে তায় হারায় জীবন ॥ কৌশলে কামিনী বলে মধুর বচনে। গেলাস খেয়েছে জল তব পরশনে । বিষম হাসির ঝড়ে উড়িল পরাণ । অবাক্ আদুরে ছেলে হয়ে অপমান । জলযোগ-পরে হয় ভোজমায়োজন। চৰ্ব্বা চোস্য লেহ পেয় অপূৰ্ব্ব অশন। যত রাম করে নানা চাতুরী এখন। জেনেছে সে সব সেই, ঠেকে.স্থ যে জন ॥ মোম গলাইয়ু বাটি পূরে স্বত করে। হবি মেখে রেখে দেয় ভাতের উপরে | পিটুলির দু ঢেকে দেয় দুদ-সরে। সর ফুড়ে কাৰ আঁখি যাইবে ভিতরে।