পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলিকাতায় বাস-খরচের জন্য এই বৃত্তি দেওয়া হইত। যাহারা বৃত্তি পাইত, তাহাদিগকে “Pay Student,” এবং যাহারা বৃত্তি পাইত না, তাহাদিগকে “Out Student” বলা হই এই সময় ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ঈশ্বরচন্দ্রের সহপাঠী foণণ—মুক্তারাম বিদ্যাবাগীশ, মদমমোহন তর্কালঙ্কার প্রভৃতি। ঈশ্বরচন্দ্র ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে সাড়ে তিন বৎসর–১৮৩৩ খ্ৰীষ্টাব্দের জাটুয়ারি মাস পর্য্যন্ত অধ্যয়ন করিয়াছিলেন : "প্রথম তিন বৎসরে মুগ্ধবোধপাঠ করিয়া, শেষ ছয় মাসে অমরকোষের ম্যুবর্গ ও ভটিকাব্যের পঞ্চম সগ র্য্যন্ত পাঠ করিয়াছিলাম।” ( শ্লোকমঞ্চরী, বিজ্ঞাপন ) ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে অধ্যয়নকালে ঈশ্বরচন্দ্র উপযুপিরি তিনটি বাধিক পরীক্ষায় বিশিষ্ট স্থান অধিকার করায় তিন বারই পারিতোষিক পাইয়াছিলেন। পারিতোষিকের পরিমাণ এইরূপ :– "১৮৩০-৩১ খ্ৰীষ্টারে বাধিক পরীক্ষায় "আউট ষ্টুডেন্ট"রূপে ব্যাকরণ ও নগদ ৮। ১৮৩১-৩২ খ্ৰীষ্টাঞ্চের বাধিক পরীক্ষায়— অম।কোর্য, উত্তররামচরিত ও মুদ্রারাক্ষস। ১৮৩২-৩৩ খ্ৰীষ্টাব্দের বাৰ্ষিক পরীক্ষায় ‘পে ষ্টুডেণ্ট"রূপে নগদ ২২ ” ইংরেজী-শ্রেণী ঃ সংস্কৃত কলেজের ছাত্রবর্গকে ইংরেজী শিক্ষার সুবিধা দিবার জন্য ১৮২৭ খ্ৰীষ্টাব্দের ১ মে ওলাস্টন (M. W. Wollaston) নামে একজন সাহেবকে মাসিক ২০০২ বেতনে নিযুক্ত করা হয়। ইহা অবগুশিক্ষণীয় বিষয় ছিল না। ব্যাকরণ-শ্রেণ ইতেই প্রথমে ইংরেজী-শ্রেণীতে প্রবেশ করিতে হইত। ঈশ্বরচন্দ্র, মুগ্ধবোধ পড়িতে পড়িতে ইংরেজী-শ্রেণীতে যোগ দিয়াছিলেন (ইং ১৮৩০ ) । ১৮৩৩-৩৪ খ্ৰীষ্টাব্দের বাধিক পরীক্ষায় ইংরেজী ৬ষ্ঠ শ্রেণীর ছাত্ররূপে ঈশ্বরচন্দ্র ৫|•