পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী ›¢ፃ কামিনী-কৌশল কথা নানামত আছে। শুনিতে বাসনা যায়, এস মোর কাছে ৷ অবশেষ পান খেয়ে যান যুবরাজ । আহলাদে বসেন গিয়া যুবক-সমাজ । সেতার তবলা বাজে, খেলে দাবা তাল । সন্দেশের টাকা দেন হইয়ে উল্লাস । মন কিন্তু জামায়ের সদাই অস্থির। কত ক্ষণে আগমন হবে যামিনীর ॥ তাপ বাড়ে, কমে যত তপনের তাপ । রবি অস্ত দেরি দেখে বাড়িছে বিলাপ | তরুণী তরুণে তাপে তারিতে তরণি। অবশেবে অস্তে যান ছাড়িয়ে ধরণী ॥ মনের আঁধার যায় দেখিয়া আঁধার । নিশিতে প্রণয়-নীরে দিবেন দাতার ॥ মেয়ের মায়ের মন রসে টলমল । ভূষণে ভূষিত করে তনয়া-কমল ৷ সুবেশ করিল বেশ বর্ণনা অশেষ । সাঙ্গাইল উমা যেন তুষিতে উমেশ । মোহিনীর খোপা বাধে চিকাইয়া চুল। চারি পাশে ঘিরে দেয় বকুলের ফুল । জামাই-সোহাগি টিপ ভালে কেটে দিল । বিমল কমলে যেন ভ্রমর বসিল । আভরণে আদরিণী আবৃত হইল। তরুণ অরুণ যেন উযায় উঠিল।