পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী Ꮌ{ᎼᎽ স্বরসিক তুমি নাথ, আমি হে বালিকে। বচন-রচনা ভাল রসিকা রমিকে ॥ অধরে চুম্বন করি বলেন রসিক। কিসে প্রাণ-কমলিনি, আমি স্বয়সিক । তব সনে প্রণয়িনি, এই দরশন। বল দেখি আমি তব হই কোন জন । রসিকা বালিকা করে সরস উত্তর । তব পরিচয় দিব শুন প্ৰাণেশ্বর ॥ জানিয়াছি জিজ্ঞাসিয়ে ঠাকুজ ঝির ঠাই। তুমি প্রাণ, হও মোর ঠাকুর-জামাই। উত্তরেতে নিরুত্তর মাধব হইল । বাহিরে মহিলাদল হাসিতে লাগিল ॥ গুণমণি অধোমুখ যুথ অপমানে। চতুরা রমণী বলি রমণীরে মানে। নানারূপ আলাপনে নিশি হয় শেষ । যে হয় জামাই সেই জানে সবিশেষ ॥ দিনেক দুদিন থাকি মথুরা-নগরে । বিদায়ি বসন লয়ে যায় নিজ ঘরে ॥ মনোমুখে প্ৰণমিয়া ষষ্ঠীর চরণ। রুচিলেন দীনবন্ধু মুখের পাৰ্ব্বণ। গ্রন্থাবলী ঃ দীনবন্ধুর রচিত গ্রন্থগুলির একটি কালানুক্রমিক তালিকা দিতেছি। বন্ধনী-মধ্যে প্রদত্ত ইংরেজী প্রকাশকাল বেঙ্গল লাইব্রেরি সঙ্কলিত মুদ্রিত-পুস্তকাদির তালিকা হইতে গৃহীত।