পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}*bs দীনবন্ধু মিত্র হইয়াছিলেন এবং যখন পন্থা পাইয়াছিলেন তখনই হরিশের বেতন বৃদ্ধি করিয়া দিয়াছিলেন। অতি অল্পকালের মধ্যে : আপশে হরিশের চারি শত টাকা বেতন হইয়াছিল। শিশুকাল হইতেই হরিশের সংবাদপত্রে অতুরাগ ছিল, কারণ তিনি জানিতেন সংবাদপত্রই দেশের উন্নতির মূল, সংবাদপত্রের দ্বারাই দেশের সভ্যতা সাধন হইতে পারে, সংবাদপত্রের দ্বারাই দেশের উপকারজনক রাজনিয়মের স্বষ্টি হইতে পারে। তিনি প্রথমতঃ সংবাদপত্রে স্বদেশের মঙ্গলজনক পত্র প্রেরণ করিতেন কিন্তু সম্পাদকের তাহার সকল পত্র ছাপিতে সাহসী হইত না, এই জন্যে তিনি বিরক্ত হইয়া আপনি নিজে একখানি সংবাদপত্রের স্বষ্টি করিলেন, সেই সংবাদপত্রের নাম হিন্দু পেটুরিয়াট, হরিশ্চন্দ্র অর্থলাভ করিবার জন্ঠ"ন্দ্র পেটুরিয়াট প্রচার করেন নাই, কেবল স্বদেশের উপকার করিবার জঃ হিন্দু পেটুরিয়াট প্রচার করিয়াছিলেন, তিনি যখন ১০০ টাকা বেতন পান, তখনই হিন্দু পেটুরিয়াটের প্রথম স্বষ্টি হয় কিন্তু তখন ঐ পত্রে মাসে ৫০ টাকা করিয়া ঘর হইতে দিতে হইত, স্বদেশ অনুরাগী হরিশ্চন্দ্র তার জন্যে এক দিনের তরেও কাতর হন নাই। কাতর হবেন কেন? তাহার অন্তঃকরণ অতি মহৎ, তাহার অন্ত:করণ অর্থের দিকে দৃষ্টিপাত করিত না, কেবল স্বদেশের উপকারই পরমার্থ বলিয়া জানিত । হরিশ্চন্দ্র যে কাগচে লেখনী সঞ্চালন করিতে লাগিলেন সে কাগচে লোকসান কদিন থাকিতে পারে? হরিশের লেখা যে একবার পড়ে সে-ই মোহিত ? এবং তৎক্ষণাং তাহার জগৎবিখ্যাত হিন্দু পেটুরিয়াটের গ্রাহক হয়। অতি অল্প দিনের মধ্যে হরিশ্চন্দ্রের হিন্দু পেটুরিয়াট হইতে ৩০০/৪০০ টাকা লাভ হইতে । লাগিল। হিন্দু পেরিয়াট, হিন্মুম্বন্ধু হরিশ্চন্ত্রের লেখার কৌশলে বন্ধনেশ অতিশয় আদরণীয় হইয়াছে। কেবল বঙ্গদেশ কেন বলিতেছি, ভারতবর্যময়