পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাগিতা &t হিন্দু পেটুরিয়াটের গৌরব হইয়াছে। কি মান্দ্রাজ, কি বোম্বাই, কি লাহোর, কি আগর, সকল স্থানেই হিন্দু পেটুরিযাটকে অতি সাহসী ংবাদপত্র বলিয়া গণ্য করে। ইংলণ্ডেও হিন্দু পেটুরিয়াটের অতিশয় আদর হইয়াছে। ইণ্ডিয়া কাউনসেলে আদর হইয়াছিল, মহাসভা পার্লিয়ামেণ্টে আদর হইয়াছিল, প্রীবি কাউমসেলে আদর হইয়াছিল। বিলাতে আবওরিজিনিস প্রোটেকশন নামক এক সভা আছে, বিলাতের রাজ্যাধীন যত দেশ আছে সেই সকল দেশের আদিম বাসেম্বা লোকদিগের উন্নতি সাধন করা সে সভার উদ্দেশ্য । হরিশের হিন্দু পেটুরিয়াট এই সভার চক্ষু হইয়াছিল। হরিশ যে সকল মত প্রচার করিতেন এই সভার সভ্যগণ সেই মত অতিবিধেয় বলিয়া গণ্য করিতেন। কলিকাতার ব্রিটিশ ইণ্ডিয়ান আসোসিয়েসানের এক্ষণে যে গৌমুখ দেখিতেছেন, সে গৌরব হরিশ্চন্ত্রের লেখনীর জোরে হইয়াছে, ব্রিটিশ ইণ্ডিয়ান আসোসিয়েসানের দ্বারা ভারতবর্ষের যে উপকার জন্মিতেছে তাহা কাহারও অবিদিত নাই, লেপ টেনণ্ট গবর্ণরের নিকটে, গবর্ণর জেনেরেলের নিকটে, ইণ্ডিয়া কাউনসেলের সেক্রেটারির নিকটে, ব্রিটিশ ইণ্ডিয়ান আসোসিয়েসানের প্রস্তাবাদি অতি আদরণীয় হইয়াছে। তাহারা জানেন এই ভারতবর্ষীয় সভার যে অভিপ্রায় তাহা ভারতবর্ষের সমুদায় লোকের অভিপ্রায়, ভারতবর্ষীয় সভাকে সস্তুষ্ট করিতে পারিলে ভারতবর্ষের সমুদায় লোক সন্তুষ্ট হইবে, তাহারা জানিয়াছেন এই ভারতবর্ষীয় সভা ভারতবর্ষের পালিয়ামেণ্ট হইয়াক্ত। ভারতবর্ষীয় সভার সভ্য মহোদয়ের হরিশের বিদ্যা বুদ্ধি কৌশল ও রাজকাৰ্য্যে পারদর্শিত বিশেষরূপে জ্ঞাত ছিলেন, তাহার হরিশকে পুত্রের মত স্নেহ করিতেন, কোন মহৎ বিষয় সুসম্পন্ন করিতে হইলেই তাহার হরিশকে ভার দিতেন, হরিশ সে বিষয় এমনি সমাধা করিতেন তাহারা সকলে চমৎকৃত