পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झांङ्ग-जैौदन }\ని Tājā Jo-History of Greece (Rs. 4), Reader etc ( R৪, 1-8.0 ) এবং ১৮৩৪-৩৫ খ্ৰীষ্টাবের বাধিক পরীক্ষায় পঞ্চম শ্রেণীর gton Poeltical Reader No. 3 8 English Reader No.2 পারিতোধিক-স্বরূপ পাইয়াছিলেন। ১৮৩৫ খ্ৰীষ্টাব্দের নবেম্বর মাসে সংস্কৃত কলেজ হইতে ইংরেজী-শ্রেণী উঠাইয়া দেওয়া হয়। সাছিভ্য-শ্রেণী ঃ ১৮৩৩ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি হইতে ১৮৩৫ খ্ৰীষ্টাব্দের জানুয়ারি মাস পর্য্যন্ত দুই বৎসর ঈশ্বরচন্দ্র সাহিত্য-শ্রেণীতে জয়গোপাল তর্কালঙ্কারের নিকট অধ্যয়ন করিয়াছিলেন। এই দুই বৎসরও তিনি পূর্বের ন্যায় মাসিক ৫ বৃত্তি পাইয়াছিলেন। সাহিত্যশ্রেণীতে ঈশ্বরচন্দ্রকে রঘুবংশ, কুমারসম্ভব, মেঘদূত, কিরাতার্জনীয়, শিশুপালবধ, নৈষধচরিত, শকুন্তল, বিক্রমোর্কশী, বেণীসংহার, রত্নাবলী, মুদ্রাবাক্ষস, উত্তরবামচরিত, দশকুমারচরিত ও কাদম্বরী পড়িতে হইয়াছিল। ১৮৩৪-৩৫ খ্ৰীষ্টাব্দের বাধিক পরীক্ষায় ( অর্থাং সাহিত্য-শ্রেণীর দ্বিতীয় বৎসরের পরীক্ষায় ) প্রথম স্থান অধিকার করিয়া ‘সাহিত্যদর্পণ, ‘āfīof 8 o' is History of British India, & দেবনাগর হস্তাক্ষরের জন্য হিতোপদেশ ও রবিন্সনের Grammar of Historg পারিতোষিক লাভ করিয়াছিলেন। অলঙ্কার-শ্রেণী ঃ ১৮৩৫ খ্ৰীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজের অলঙ্কার-শ্রেণীতে প্রবিষ্ট হন। প্রেমচাদ তর্কবাগীশ তখন অলঙ্কারের অধ্যাপক। ঈশ্বরচন্দ্র এক বৎসর অলঙ্কার-শ্রেণীতে অধ্যয়ন করিয়াছিলেন ; তাহাকে ‘সাহিত্যদর্পণ, কাব্যপ্রকাশ’ ও ‘রসগঙ্গাধর' পড়িতে হইয়াছিল। ১৮৩৫-৩৬ খ্ৰীষ্টাদেব বার্ষিক পরীক্ষায়