পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাগ্মিতা ১৬৭ না, তিনি কেবল দেখিতেন কিসে স্বদেশের উপকার হইবে, তিনি স্বদেশের উপকারের কাছে তাহার জীবন অতিতুচ্ছ জ্ঞান করিতেন। তিনি বিলক্ষণ জানিতেন, সেই ভয়াবহ সময়ে এক জন ইংরাজে যদি বলে এই ব্যক্তি আমাদের মন্দ কথা বলেছে তবে তাহাকে তৎক্ষণাং কোন বিচার না করিয়া কোন প্রমাণ না লইয়া ফাঁসি দেয়, তা বলে কি হরিশ্চন্ত্র পিচপা হবেন, তা বলে কি হরিশ্চন্দ্র যথার্থ কথা লিথিতে সঙ্কুচিত হবেন, তিনি জানিতেন তাহার জীবন দিয়া দেশের যদি কিঞ্চিংমাত্র উপকার হয় সেই তার যথেষ্ট। লার্ড ক্যানিং মহোদয়, এই সময়ে হিন্দু পেটুরিয়াট ংবাদপত্রকে অতিশয় আদর করিতেন, তিনি রাগান্ধ হন নাই, তাহার মহং অন্ত:করণ চঞ্চল হয় নাই । তিনি তাহার মহাতুভব মুপ্রিম কাউনসেলের সভ্যগণের পরামর্শ যেরূপ শুনিতেন সেইরূপ হিন্দু পেটুরিয়াট সংবাদপত্রের পরামর্শও শুনিতেন, তিনি তাহার সভার সভ্যগণের দ্বারা যেরূপ উপকৃত হইয়াছিলেন, সেইরূপ হরিশ্চন্দ্রের হিন্দু পেটুরিয়াট পত্রদ্বারা উপকৃত হইয়াছিলেন। লার্ড ক্যানিং প্রতীক্ষা করিয়া থাকিতেন হরিশ্চন্দ্র আগামি বারে কি লেখেন। এক দিবস হিন্দু পেটুরিয়টি পৌছিবার সময় অতীত হইয়৷ গেল, হিন্দু পেটুরিয়াট না আসাতে লার্ড ক্যানিং ব্যস্ত হইয় তাহার প্রাইবেট সেক্রেটারিকে বলিলেন এখন পর্য্যন্ত হিন্দু পেটুরিয়াট পাইলাম না ইহার কারণ কি ? প্রাইবেট সেক্রেটারি এই কথা তৎক্ষণাং হিন্দু পেটুরিয়াট যন্ত্রালয়ে লিখিলেন এবং অবিলম্বে হিন্দু পেটুরিয়াট ক্যানিং মহোদয়ের হস্তগত হইল । সেই মহাত্মা লার্ড ক্যানিং সাহেবের জন্তে এবং আমাদের হরিশের জন্যে আমরা অন্যায় অপমৃত্যু হইতে রক্ষিত হইয়াছি। হরিশ্চন্দ্র আমাদের দেশের জন্যে এত করিয়াছেন, আমরা কি তাহার স্মরণার্থ অকিঞ্চিৎকর কিঞ্চিৎ অর্থদান করিতে পারিব না। হে সভাস্থ লোক !