পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2ύν দীনবন্ধু মিত্র অর্থদান করিতে পারিব কি না পারিব বলিয়া জিজ্ঞাসা করা আমার অন্যায়, যখন হরিশ্চন্দ্রের নাম মাত্রে আমাদের প্রাণ প্রফুল্ল হয় যখন অদ্যকার সভার কথা শুনিবামাত্র এখনকার যাবতীয় লোকে আনন্দিত হইলেন এবং উসাইপ্রফুল্ল বনে সভায় আগমন করিয়াছেন তখন যে উদ্দেশে সভা হইয়াছে তাহা সুসম্পন্ন হইবে তাহার সন্দেহ কি।” দীনবন্ধু ও বঙ্গীয় নাট্যশালা দীনবন্ধুর সহিত বঙ্গীয় নাট্যশালার সম্বন্ধ ঘনিষ্ঠ ছিল। তাহার নাটক ও প্রহসনগুলি কলিকাতা ও মফস্বলের সর্থের নাট্যশাল কর্তৃক বহু বার অভিনীত হইয়াছে। কিন্তু সখের অভিনয়ে বাঙালী জনসাধারণের নাট্যাভিনয় দেখিবার আগ্রহ তৃপ্ত হয় নাই। এই সকল অভিনয় প্রায়ই কোন-না-কোন অভিজাত-বংশীয় ধনীর উৎসাহে ও সাহায্যে র্তাহার নিজের বাড়ীতে বা বাগানবাড়ীতে হইত। ক্রমে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়ত্ব। অনুভূত হইতে লাগিল। যে মুষ্টিমেয় ভদ্রসন্তান সুখের থিয়েটার হইতে শেষে কলিকাতায় সাধারণ রঙ্গালয়-'স্তাশনাল থিয়েটার' প্রতিষ্ঠা ( ৭ ডিসেম্বর ১৮৭২ ) করিতে সমর্থ হইয়াছিলেন, তাহারা দীনবন্ধুর নিকট কতটা ঋণী, তাহার পরিচয় পাওয়া যায়-গিরিশচন্দ্র ঘোষের শাস্তি কি শান্তি’ নাটকে উৎসর্গ-পত্র হইতে। গিরিশচন্দ্র লিথিয়াছেন – "নাট্যগুরু স্বগীয় দীনবন্ধু মিত্র মহাশয় শ্ৰীচরণেষু— বঙ্গে রান স্থাপনের জন্য মহাশয় কক্ষেত্রে আসিয়াছিলেন। •••যে সময়ে সধবার একাদশী’ অভিনয় হয় সেই সময় ধনাঢ্য ব্যক্তির