পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शैबदङ्क ७ बाश्र्जा-गाश्डिा .فوذ হইয়াও সহানুভূতি শক্তির গুণে তিনি পাপিষ্ঠের দুঃখ পাপিষ্ঠের স্থায় বুঝিতে পারিতেন। তিনি নিমৰ্চা দত্তের ন্যায় বিশুদ্ধ-জীবন-মুখ বিফলীকৃতশিক্ষ, নৈরাশুপীড়িত মদ্যপের দুঃখ বুঝিতে পারিতেন, বিবাহ বিষয়ে ভগ্ন-মনোরথ রাজীব মুখোপাধ্যায়ের দুঃখ বুঝিতে পারিতেন, গোপীনাথের ন্যায় নীলকরের আয়াবত্তিতার ঘন্ত্রণা বুঝিতে পারিতেন। দীনবন্ধুকে আমি বিশেষ জানিতাম , তাহার হৃদয়ের সকল ভাগই আমার জানা ছিল। আমার এই বিশ্বাস, এরূপ পরদুঃখকাতর মতুযু আর আমি দেখিয়াছি কি না সন্দেহ। তাহার গ্রন্থেও সেই পরিচয় আছে।’