পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রজেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়-প্রদঃ Οχν o বাংলা সাময়িক-পত্র পরিবদ্ধিত ৩য় সংস্করণ : (১ম) মূল্য ৫২ હૈ ( २ग्न) * २० ১৮১৮ সনে বাংলা সাময়িক-পত্রের জন্মাবধি ১৮৬৮ সনে ‘অমৃত বাজার পত্রিকা’র উদ্ভব পৰ্য্যন্ত বাংলা সাময়িক-সাহিত্যের প্রামাণিক ইতিহাস। সাংবাদিকগণের চিত্র-সম্বলিত। আচাৰ্য্য শ্ৰযোগেশচন্দ্র রায় ঃ-"বইখানির পাত যত উণ্টাইয়াছি তৃতই আপনার চিরপরিচিত তথ্যানুসন্ধান, অধ্যবসায় ও সমাহরণ-নৈপুণ্য দেখিয়া চমৎকৃত হইয়াছি। আপনার যাবতীয় সমাহরণ গ্রন্থে সত্য নির্ণয়ের নিমিত্ত সবিশেষ যত্বের লক্ষণ আছে। আমার বিশ্বাস বঙ্গদেশে আর কেহ এরূপ গ্রন্থ রচিতে পারিতেন না। ভবিষ্ণু বংশীয়ের আপনার পরিশ্রমের ফলভোগ করিতে থাকিবে ।”