পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳծ প্যারীচঁাদ মিত্র ১৮২৬ খ্ৰীষ্টাব্দের প্রারম্ভেই ডিরোজিও হিন্দুকলেজের শিক্ষক নিযুক্ত হইয়াছিলেন। কৃতী ছাত্র হিসাবে প্যারীচঁাদ বিদ্যালয়ে পুরস্কার ও বৃত্তি লাভ করিয়াছিলেন। এই কালে জনসাধারণকে ইংরেজী শিক্ষাদানের জন্য কতকগুলি অবৈতনিক বিদ্যালয় স্থাপিত হইয়াছিল। বিদ্যালয়গুলি পরিচালন করিতেন হিন্দুকলেজের উচ্চশিক্ষিত ছাত্রেরা। প্যারীচঁাদও স্বগৃহে এইরুপ একটি বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। তাহার ভ্রাতা কিশোরীচাদ মিত্র লিখিয়াছেন – Besides these pay schools, there were Native free schools for the gratuitous instruction of Hindu youths in English, estabilshed and chiefly supported by the Alumni of the Hindu College...Babu Peary Chand Mittra established a similar school at his house at Nimtollah Street; Mr. Detosio and Mr. David Hare took a lively interest in this school frequently yisiting and examining the boys and distributing prizes to the most meritorions among them.—"On the Progress of Education in Bengali": Kissory Chand Mittra, Transactions of the Bengal Social Science Association, Wol, I, 1867. 影 o ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ১৮৩৫ খ্ৰীষ্টাব্দে কলিকাতায় জনসাধারণের জন্য একটি পাঠাগার প্রতিষ্ঠার আয়োজন হয়। পর-বংসর ২১এ মার্চ ‘গ্নি ক্যালকাটা পাবলিক লাইব্রেরি'র দ্বার উন্মোচিত হয়। এসপ্লানেড রোতে ডা: ষ্টুড়ের বাড়ীর নিচের তলায় পাঠাগারটি প্রথমে অবস্থিত ছিল। ৮ মার্চ ১৮৬ তারিখে লাইব্রেরী-কর্তৃপক্ষ প্রথম সাধারণ অধিবেশনে প্যারীচাদকে এই প্রতিষ্ঠানের “সাব-লাইব্রেরিয়ান” নিযুক্ত করেন। সার