পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসা-বাণিজ্য › ግርጭ ১৮৬৬ খ্ৰীষ্টাব্দে প্যারীচঁাদ এই বৈতনিক পদ ত্যাগ করেন। লাইব্রেরির সর্ববিধ উন্নতির জন্য র্তাহার অক্লাস্ত পরিশ্রমের কথা স্মরণ করিয়া, যথোপযুক্ত সম্মানপ্রদর্শনের জন্য লাইব্রেরি-কর্তৃপক্ষ তাহাকে “অবৈতনিক সেক্রেটরী ও লাইব্রেরিয়ান” করেন। প্রতিষ্ঠাবধি লাইব্রেরির পরিচালনভার সাধারণতঃ তিন জন কিউরেটরের হস্তে ন্যস্ত ছিল ; এই বৎসর হইতে প্যারীচঁাদ “অবৈতনিক কিউরেটার”ও হইয়াছিলেন। ১৮৭৩ খ্ৰীষ্টাব হইতে নূতন ব্যবস্থা অনুসারে লাইব্রেরিপরিচালনের জন্য কাউন্সিল গঠিত হয়। ১৮৭৪ খ্ৰীষ্টান্ধ হইতে মৃত্যুকাল পৰ্য্যন্ত প্যারীচঁাদ প্রতি বর্ষেই এই কাউন্সিলের সদস্য-পদে নির্বাচিত হইয়াছেন। তাহার মৃত্যুর পর কর্তৃপক্ষ ক্যালকাটা পাবলিক লাইব্রেরিতে র্তাহার একখানি তৈলচিত্র স্থাপনের ব্যবস্থা করিয়াছিলেন। ব্যবসা-বাণিজ্য ক্যালকাটা পাবলিক লাইব্রেরির সাব লাইব্রেরিয়ান-রূপে কাৰ্য্যকালে প্যারীচাঁদ, কালচাদ শেঠ ও তারাচাদ চক্ৰবৰ্ত্তীর সহযোগে, ‘কালাচাদ শেঠ এণ্ড কোং নামে আমদানি-রপ্তানি কার্য্যে প্রবৃত্ত হন (মার্চ ১৮৩৯ )। ১৮৪৪ খ্ৰীষ্টাব্দের আগস্ট মাসে তারাচাদ অবসর গ্রহণ করিলে পর-বৎসর জামুয়ারি মাস হইতে কালাচাদ ও প্যারীচঁাদ উভয়ে মিলিয়া পুনরায় ব্যবসা আরম্ভ করেন। ১৮৭৯ খ্ৰীষ্টাব্দে কালাচাদের মৃত্যু হয় তাহার অছিরা পর-বৎসর মার্চ মাসে হিসাবপত্র চুকাইয়া লন। প্যারীচঁাদ তখন নিজে ব্যবসায়ে ব্যাপৃত হন। ১৮৫৫ খ্ৰীষ্টাব্দে তিনি দুই পুত্রকে অংশীদার করিয়া লইয়া প্যারীচঁাদ মিত্র এণ্ড সন্স’ নামে কারবার চালাইতে থাকেন। ব্যবসায়ে তিনি প্রচুর অর্থে পার্জন