পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্যারীচঁাদ মিত্র 3לל তাহাতে গৃহীত নিম্নলিখিত প্রস্তাব হইতে সভার উদ্বেত জানা যাইবে – III, That a society be now formed and denominated The Bengal British India Society; the object of which shall be, the collection and dissemination of information, relating to the actual condition of the people of British India, and the laws, institutions, resources of the oountry; and to employ snch other means of a peaceable and lawful character, as may appear calculeted to secure the welfare, extend the just rights, and advance ths interests of all classes of our fellow subjects. প্যারীচাঁদের সাহায্যে সভা একখানি পুস্তিকা প্রকাশ করিয়াছিলেন, &R RT-Evidence relating to the Efficiency of Native Agency in the Administration of the Affairs in this Country. ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ঃ ১৮৫১ খ্ৰীষ্টাব্দের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত। প্রথমাবধি প্যারীচঁাদ এই সভার সদস্য ছিলেন। সভার প্রথম বার্ষিক অধিবেশনে (২ ফেব্রুয়ারি ১৮৫২ ) তিনি কাৰ্য্যনিৰ্বাহক-সমিতির অন্যতম সদস্য নিৰ্বাচিত হইয়াছিলেন ; এই পদে তিনি আমরুণ অধিষ্ঠিত ছিলেন। ১৮৫৩ খ্ৰীষ্টাব্দে সভা প্যারীচাদ & Hofs. Notes on the Evidence on Indian Affairs প্রকাশ করিয়াছিলেন। বীটন সোসাইটি : ড্রিঙ্কওয়াটার বাটনের (Bethune) স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য ১১ ডিসেম্বর ১৮৫১ তারিখে এফ. জে. ময়েট (Mouat ) এ-দেশীয় কয়েকজন কৃতবিদ্য ব্যক্তির সহায়ক" কলিকাতায় বঁটন সোসাইটি নামে একটি সাহিত্য-সভা গঠন করেন। ডাঃ ময়েট ইহার সভাপতি এবং প্যারীচঁাদ অবৈতনিক সম্পাদক নিযুক্ত হইয়াছিলেন। Sbts 8 vot ièso off of Committee of papers-5 সদস্ত মনোনীত হইয়াছিলেন।