পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিস্তাৱ আগাম Mys it is the duty of avery God-loving person to encourage in every possible way, and I feel grateful to God and his good angels that by the cultivation of Theosophy, the light, which the Rishis had shed on the subject of the soul and its natural connection with God, and which had sunk into obscurity, is being kindled by the indefatigable axertions of Sister Blavatsky and Brother Olcott... ৫ই এপ্রিল ওলকট টাউন-হলে এক দীর্ঘ বস্তৃতা করেন। বস্তৃতার for fo-Theosophy: the scientific basis of religion. প্যারীচঁাদ এই সভায় সভাপতিত্ব করিয়াছিলেন। পরদিন ( ৬ এপ্রিল ) মাদাম ব্লাডাট্‌স্কি কলিকাতা আসিয়া পৌছান। সেই দিন সন্ধ্যাকালে ওলকটের সভাপতিত্বে একটি সভার অনুষ্ঠান হয় ও থিয়সফিক্যাল সোসাইটির বঙ্গীয় শাখা গঠিত হয়। পরবর্তী ১৭ই এপ্রিল তারিখের সভায় নিৰ্ব্বাচিত কৰ্ম্মাধ্যক্ষগণের তালিকা :– সভাপতি—প্যারীচঁাদ মিত্র সহ-সভাপতি—দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও রাজা তামাশঙ্কর রায় সম্পাদক ও কোষাধ্যক্ষ–নরেন্দ্রনাথ সেন সহ-সম্পাদক—বলাইচাদ মল্লিক ও মোহিনীমোহন চট্টোপাধ্যায় প্যারীচাঁদের সভাপতিত্বে, ২ নং ব্রিটিশ ইণ্ডিয়ান ষ্ট্রীট-ইণ্ডিয়ান মিরর কার্য্যালয়ে, এই সমিতির একটি করিয়া পাক্ষিক অধিবেশন হইত। মৃত্যুকাল পর্যন্ত প্যারীচঁাদ এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। প্রতিভার সম্মান ১৮৬৩ খ্ৰীষ্টাবের এপ্রিল মাসে প্যারীচাদ “মিউনিসিপ্যাল বোর্ডের অবৈতনিক ম্যাজিষ্ট্রেটের পদে নিয়োজিত হন। অল্প দিন পরেই

  • "সোমপ্রকাশ, ২৭ এপ্রিল ১৮৬৩ ৷