পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী る為\。 ২ । মদ খাওয়া বড় জায় জাত খাকার কি উপায়। ১২৬৬ সাল ( R )b&: ) |s . ఆ | পরস্পর-অসম্বদ্ধ কয়েকটি গল্পের সাহায্যে ইহাতে “মাতলামি” ও মাতলামি-সঞ্জাত বখামি’র স্বরূপ প্রদর্শিত হইয়াছে। ৩। রামারঞ্জিকা। ইং ১৮৬০ । পৃ. ৯৪ ৷ পতি-পত্নীর কথোপকথনচ্ছলে স্ত্রীলোকদের প্রতি সাংসারিক বিষয়ে উপদেশ। শ্রুতি, স্মৃতি, পুরাণাদির সংস্কৃত বচনও উদ্ধৃত হইয়াছে এবং পাশ্চাত্য মনীষিগণের জননীদের কাহিনী লিপিবদ্ধ হইয়াছে। - ৪। কৃষি পাঠ। ইং ১৮৬১ । পৃ. ৩১ । কৃষি-বিষয়ক প্রবন্ধ-সমষ্টি । ৫ । গীতাঙ্কুর। ১২৬৮ সাল (ইং ১৮৬১)। পৃ. ১৬। ব্ৰহ্ম-বিষয়ক কয়েকটি গানের সমষ্টি । ৬ । যৎকিঞ্চিৎ। ইং ১৮৬৫ । পৃ. ১২৬ ৷ ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অবিনাশিত্ব, পরলোক ও উপাসনাদি বিষয়ক আলোচনা । ৭ । অভেদ। ১৫ জানুয়ারি ১৮৭১ । পৃ. ৮৭ ৷ আ rাত্মিক উপন্যাস। নায়ক এবং নায়িকা আত্মবিষয়ক জ্ঞানান্বেষণে ব্যাপৃত ; নানা দুঃখ ও বেদনার মধ্য দিয়া তাহদের পরমার্থলাভ ।

  • ১ জুলাই ১৮৫৯ তারিখের এডুকেশন গেজেটে এবং জুন মাসের ক্যালকাট। lরভিযুতে মালোচিত ।

כי צ