পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণিকা ū. শতাব্দীর প্রথম দিকে নব্যশিক্ষা লাভের ফলে বাঙালী জাতির নবজীবনের সঞ্চার হয়। যাহাঙ্গের মুকুতিগুণে ইহা সম্ভবপর হইয়াছিল, তাহাদের মধ্যে রাজা রাধাকান্ত দেব এক জন । রাধাকান্ত প্রাচীন কীর্কি বজায় রাখিয়া তাছার উপর সংস্কৃতির নূতন সৌধ নিৰ্ম্মাণ করিতে চাহিয়াছিলেন। এ জন্ত তাহার কোন কোন কাৰ্য্য পরবর্তী কালে নিলিত হইয়াছে। আসল মানুষটিকেও এখন আমরা জুলিতে বসিয়াছি। তিনি কি ধরণের মানুষ ছিলেন ও সমাজের হিতার্থে কি কি কাজ করিয়াছিলেন, তাহ জানাও যেন প্রয়োজন বোধ করি না। হিন্দুকলেজের স্বচনা হইতে পরবর্তী চৌত্ৰিশ বৎসরের কাৰ্য্যবিবরণ, স্কুল সোসাইটির কার্য্যবিবরণ, বিভিন্ন সময়ে বিভিন্ন ৯ ব্যক্তিকে লিখিত রাধাকাস্তুের পত্রাবলী ও সমসাময়িক সংবাদপত্র হইতে র্তাহার সম্পর্কে বহু তথ্য নূতন করিয়া জানা সম্ভব হইয়াছে। এই সব তথ্যের নিরিখে আমরা আসল মামুষটির একটা স্পষ্ট ধারণা করিয়া লইতে পারি। কলিকাতা শোভাবাজার-নিবাসী মহারাজা নবকৃষ্ণ লর্ড ক্লাইবের মুন্শী ছিলেন। তাহার গৃহে রাজস্ব ও অন্তান্ত সংক্রান্ত কয়েকটি সরকারী আপিস ছিল। নবকৃষ্ণ এসবের কর্তা ছিলেন। ক্লাইভ ও বিস্তর সাহেব-মুবার্তাহার গৃহে প্রায়ই যাতায়াত করিতেন। নবকৃষ্ণের পরিবারের লোকজন ইংরেজ-চরিত্র প্রত্যক্ষভাবে অনুধাবন করিবার i মুযোগ পাইয়াছিলেন। 噶