পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}s রাধাকান্তু দেব চষ্টায় ও যত্নে কার্য্যে পরিণত হয়, তাহাঙ্গের মধ্যে শোভাবাজারের রাজা &ণীমোহন দেব ও তৎপুত্র রাধাকান্ত দেৰ অন্যতম। হিন্মুকলেজ বা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা ও নিমাটি রচনার জন্ত ১৪ মে ও ২১ মে ১৮৯৬ তারিখে স্থত্রিম : * কোর্টের প্রধান বিচারপতি সার এডওয়ার্ড হাইড ট্রস্টের ভবনে গণ্যমান্ত ব্যক্তিদের লইয়া পর পর দুইটি সভার অধিবেশম হয়। শেষোক্ত দিবসের সভায় দশ জন ইউরোপীয় ও কুড়ি জন ভারতীয় লইয়া একটি । সাৰ্‌-কমিটি গঠিত হইল। রাধাকান্ত দেব এই সাৰ্ব-কমিটির একজন সভ্য ছিলেন। কলেজের কার্য্য আরম্ভ হয়, ৩০৪ নং চিৎপুর রোডে গোরাচাঁদ বসাকের ভবনে, ১৮১৭ খ্ৰীষ্টাব্দের ২০এ জাটুয়ারি । এই দিন কলিকাতার গণ্যমান্ত ব্যক্তিদের মধ্যে রাধাকান্ত দেব উপস্থিত ছিলেন। রাধাকান্ত তখনই সাহিত্যিকরূপে পরিচিত হইয়াছিলেন, ইহার প্রমাণ আছে। স্বচনা হইতেই রাজা গোপীমোহন দেব হিন্দুকলেজের ডিরেক্টর নিযুক্ত হন। রাধাকান্ত ইহার ডিরেক্টর হন ১৮১৮ খ্ৰীষ্টাব্দে। পিতা-পুত্ৰ • বহুদিন একযোগে কলেজের কৰ্ম্ম পরিচালনা করিয়াছিলেন। কৰ্ম্মাধ্যক্ষ নিযুক্ত হইবার পরই রাধাকান্ত ইহার কার্য্য যাহাতে স্বচারুরূপে নির্বাহিত হয়, তৎপ্রতি দৃষ্টি দিতে থাকেন। ছুটি, কাৰ্য্য জারম্ভ ও পরিসমাপ্তির সময়, ছাত্রদের ভৰ্ত্তি হইবার নিয়ম, মাসিক পূতন, কলেজে ছাৰঙ্গের অনুপস্থিতি, অনুপস্থিত হইলে অভিভাবকের কার্য্য, ছাত্রদের প্রতি শাস্তিবিধানের তারতম্য, প্রতি বৎসর পাঠ্য বিষয়ের পরীক্ষা প্রভৃতি সম্পর্কে তিনি নিয়মাবলী গঠন করেন ও ইহা পরিচালক-সভা স্বারা অম্বুমোদন করাইয়া লন।