পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ : ब्रॉशंकांछ cr३ কলেজের ভিজিটর বা পরিদর্শক মাৱ ছিলেন । ১৮২৪ খ্ৰীষ্টীজের মধ্যভাগে তিনিও ইহার একজন ডিরেক্টর নিযুক্ত হন। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। হিন্দুকলেজের মূল নিয়মাবলীর মধ্যে এইরূপ একটি নিয়ম ছিল যে, ইহার গবর্ণায় প্রত্যেকে দুই জন এবং ডিরেক্টরগণ প্রত্যেকে এক জন করিয়া ছাত্রকে বিনা বেতনে কলেজে পড়াইতে পারবেন। হিন্দুকলেজের কার্য্যবিবরণে দেখা যায়, গোপীমোহন ও রাধাকান্ত দেবের আয়ুকূল্যে বহু ছাত্র কলেজে শিক্ষালাভ করিয়া জীবনে উন্নতি করিয়াছিলেন। স্বনামধন্ত পারি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছাত্রাবস্থায় কিরূপ উপকৃত হইয়াছিলেন, তাহা তিনি রাধাকাস্তুের মৃত্যুর পর অনুষ্ঠিত স্মৃতিসভায় (১৪ মে ১৮৬৭) মুক্তকণ্ঠে স্বীকার করেন। ছিম্বুকলেজের শিক্ষায় এক দিকে যেমন সুফল ফলিতে লাগিল, অন্ত দিকে তেমনই নব্যশিক্ষার প্রথম আভায় প্রচলিত আচার-ব্যবহারে ৰীতরাগ হইয়া যুবকগণ উচ্ছ জ্বল হইয়া উঠিল। রক্ষণশীল হিন্দু সমাজ ইহাতে প্ৰমাদ গণিলেন এবং অনেকে কলেজ হইতে নিজ সন্তানদের সরাইয়া লইতে লাগিলেন। তাছারা সন্তানদের এরূপ উচ্ছ স্থলতার জষ্ঠ কলেজের অন্ততম শিক্ষক ডিরোজিওকে দোষী করিলেন। কলেজকমিটির অধিকাংশ দেশী সভ্যও এ জন্ত ডিরোজিওকে দায়ী করিয়া তাছার পদত্যাগ দাবি করেন। ডিরোজিও নিজ অপবাদ ক্ষালনের জষ্ঠ উইলসন সাহেবকে এক পত্র লেখেন। রাধাকান্ত এ সম্পর্কে সম্পাদককে লিখিলেন ( ২৭ এপ্রিল ১৮৩১ )-- As to the excuses contained in Mr. Derozio's resignation, they are of no use and shall not be attended to when he was dismissed on the public feeling.