পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Εο রাধাকান্তু দেব রচনাবলীতে চব্বিশ-পরগনা জেলায় কৃষির উন্নতিবিষয়ক তাহার একটি প্রস্তাব মুক্রিত হয় । , স্বদেশের শিল্পোন্নতির দিকেও রাধাকাস্তুের মন অভিনিবিষ্ট ছিল। ১৮৩৩ খ্ৰীষ্টাব্দে ঈস্ট ইণ্ডিয়া কোম্পানী যে নূতন সনদ লাভ করে, তাছার ফলে ভারতবর্ষে ইহার একচেটিয়া বাণিজ্যাধিকার বিলুপ্ত হয়। এই সনদে আরও নির্দেশ থাকে যে, শিক্ষিত ভারতবাসী দায়িত্বপূর্ণ সরকারী কৰ্ম্মে নিযুক্ত হইতে পরিবেন। বড়লাট লর্ড উইলিয়ম ৰেটিং ১৮৩৪ খ্ৰীষ্টাৰেই প্রথমটির পূর্ণ সুযোগ গ্রহণ করিয়া বেসরকারী লোকদের দ্বারা ভারতবর্ষে চা উৎপাদন ও বাণিজ্য প্রতিষ্ঠার জন্য চেষ্টিত হইলেন। তিনি এই উদ্দেশ্বে ‘টি কমিটি গঠন করেন। রাধাকান্ত দেব এই কমিটির একজন সদস্ত নিযুক্ত হইলেন। এই কমিটি কর্তৃক প্রেরিত প্রতিনিধিগণ আসামে যে প্রচুর চা জন্মে, তাহ সৰ্ব্বপ্রথম সভ্য-জগতের গোচরীভূত করেন। সে যুগের বিখ্যাত উদ্ভিদ্ভূতত্ত্ববিদ ডক্টর এন, ওয়ালিচ এই দলের নেতৃত্ব করিয়াছিলেন। বেটিঙ্কের আমলেই উচ্চশিক্ষিত দেশীয় যুবকদের ডেপুটি কলেক্টর প্রভৃতি উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা হয়। পরিণতবয়স্ক নেতৃস্থানীয় ব্যক্তিরাও গুরুত্বপূর্ণ অবৈতনিক পদে নিযুক্ত হইতে লাগিলেন। ১৮৩৫ খ্ৰীষ্টাম্বের আগষ্ট মাসে রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর এবং জেম্স কিড সৰ্ব্বপ্রথম কলিকাতায় অবৈতনিক জাষ্টিস অফ দি পীস নিযুক্ত হইলেন। সপ্তাছে দুই দিন রাধাকান্ত দেব জাষ্টিসের কার্য্য করিতেন।* रू dरें जwर्क ब्रांशांकांश tप्रय छढ़ेग्न cशitब्रन (इशांन छैरेजमनाक < बांf sv७७ তারিখে একখানি পত্রে লেখেন,— “The renewal of the Company's charter....extended the powers of the Moonsista, Sudder Ameene, and Principal Sudder Ameens, nominated Native Deputy Collectors as well as Magistrates where