পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ-সেবা ও জনহিতকর কার্ধ্য gé উন্ধেপ্ত ছিল আরও ব্যাপক—ইংরেজ-অধিকৃত ভারতীয় সমুদয় অঞ্চলের রাষ্ট্ৰীয় উন্নতি সাধন। মহর্ষি দেবেন্ত্রনাথ ঠাকুর ইহার প্রথম সম্পাদক হইলেন। রাজা রাধাকান্ত দেব সৰ্ব্বসম্মতিক্রমে ইহার সভাপতি নির্বাচিত হইয়াছিলেন। রাধাকান্তু সতীপতি-পদ গ্রহণে সক্ষতি জানাইয়া সম্পাদক দেবেন্ত্রনাথকে পরবর্তী ৭ই নবেম্বর যে পৰ লেখেন, তাহা হইতে র্তাহার অকপট দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। এই পন্ত্রে তিনি বলেন,– ' Although my age will not permit me to take an active part in the proceedings of the Society yet as I cannot forego the pleasure of participating in an undertaking so laudable and conducive to the future interests of our country I request you to inform the Sooiety that I would feel myself honoured by their proposing me as Honorary Member and President of the Institution. The necessity of the formation of a well-organised Society to represent the wants and grievauche of our country before the Britieh Parliament has too long been felt but it grows imperative on so momentous an occasion as the termination of the East India Company's Charter. The noble objects thers. fore contemplated by the Society cannot but receive my hearty GÖMÖUlffGĦĠB. As the attempts which have hitherto been made by our countrymen in furtherance of the above views have proved abortive I trust the Society will be guided by such sound principles as to secure the permanent existence and give efficiency to all its proceedings. রাজা রাধাকান্ত দেব মৃত্যুদিন পর্য্যন্ত ভারতবর্ষীয় সভার সভাপতির পদ অলঙ্কত করিয়াছিলেন। শারীরিক অসুস্থতা ও ৰাদ্ধক্যজনিত অপটুতা সত্ত্বেও তিনি সভার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় হয় স্বয়ং উপস্থিত হইয়৷ যোগদান করিতেন, নতুবা এসম্বন্ধে