পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরকারী চাকুরী ३४ মার্চ রামমাণিক্য বিদ্যালঙ্কারের পরলোক গমনে কলিকাতা গষর্মেন্ট সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের পদ শূন্ত হয়। বিদ্যাসাগর এই পদের জন্য ইংরেজীতে আবেদনপত্র পাঠাইলেন (২৮ মার্চ ) ; উহার সহিত ফোর্ট উইলিয়ম কলেজের সেক্রেটরী মার্শেল সাহেবের একখানি প্রশংসাপত্রও ছিল। প্রশংসাপত্ৰখানি এইরূপ : Certified that Ishwar Chunder Widyasagar has been Serishtadar of the Bengallee Department of the College of Fort William for nearly five years. He was educated in the Government SanBcrit College and 8tuäied all tbe branches of Literature anâ Science taught there with the greatest success, and he has since, by private study, acquired a very considerbale degree of knowledge of the English Language. I have derived most satisfactory aid from his learning and intelligence in matters connected with his office—and I have also received much willing assistancé in others of an extra nature, especially in the annual examination of Candidates for scholarahips in the Sanborit College for the last four years, in which I have been strongly impressed with his tact and intelligence and freedom from all bias or unworthy motives. On the whole, I consider, that he unites in an unusual degree, extensive acquirements, intelligence, industry, good disposition, and high respectability of character. College cf Fort William G. T. MAR SHALs, 28th March 1846. Secretary College বিদ্যাসাগরের সহিত সাক্ষাংভাবে আলোচনার পর, তাহার আবেদন-পত্র সুপারিশ করিয়া সংস্কৃত কলেজের সেক্রেটরী প্রসময় দত্ত ৩১ মার্চ তারিখে শিক্ষা-পরিষদকে পত্র লিখিলেন। ২ এপ্রিল ১৮৪৬ তারিখের পত্রে শিক্ষা-পরিষদ বিদ্যাসাগরের নিয়োগ মঞ্জুর করিয়াছিলেন। ফোর্ট উইলিয়ম কলেজে বিদ্যাসাগরের স্থানে নিযুক্ত হইলেন তাহার ভ্রাত দীনবন্ধু ন্যায়রত্ন ( 8 এপ্রিল ),–সংস্কৃত কলেজের এক জন কৃতী ছাত্র।