পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#. * : - --- -- নথিপত্রের মধ্যে একটি বিপুরাতন “প্যাডমিশন বুক' (১৮৬২) আছে, ॐांशग्न १०$ ग१शक निशि**द्धि श्रश्किल छेकुङ इंहेन : - # Age Bate of Diase of Admissiea Withdrawal 301- Banklm Ghunder 11} 23 Ορι, 1849 12 July 1858. Chatterjes Transfi, to. ~r. Pres, College, তৎকালে বিষ্ঠায়তনে গম্বৎসর (সেম্বন) গণনা হইত ১ অক্টোবর হইতে ৩৯ সেপ্টেম্বর পর্য্যস্ত এবং সেপ্টেম্বর মাগেই বৃত্তি-পরীক্ষা ও বাংলবিক পরীক্ষা শেষ হইয়া "দশহরা’র দীর্ঘ অবকাশের পর মৃতন পড়া আরম্ভ হইত। ১৮৪৭ খ্ৰীষ্টাব্দের ছুটির তালিকায় পাওয়া যায়, সদ্বংসর মধ্যে মোট ছুটি মাত্র ৬১ দিন, তন্মধ্যে ৩৫ দিন পূজার ছুটি মহালয়া হইতে আরম্ভ। তখনও গ্রীষ্মাবকাশ প্রবর্তিত হয় নাই। ১৮৪৯ খ্ৰীষ্টাৰে মহালয় ছিল ১৬ সেপ্টেম্বর ; স্বতরাং বংদরারম্ভেই বঙ্কিমচন্দ্র ভৰ্ত্তি হইয়াছিলেন । ১৮৪৯ খ্ৰীষ্টাকে, অর্থাৎ ধে-বৎসর বঙ্কিমচন্দ্র প্রবেশ করেন, হুগলী কলেজের ইংরেজী বিভাগ-কলেজ ও স্কুলে বিভক্ত ছিল। স্কুলবিভাগের উচ্চ ভাগে (সিনিয়র ডিবিলনে) তিনটি শ্রেণী, প্রত্যেক শ্রেণীর দুইটি করিয়া সেকশন এবং নিম্ন ভাগে (জুনিয়র ডিবিলনে ) চারিটি শ্রেণী, প্রথম তিনটি শ্রেণীর দুইটি করিয়া সেকশন ছিল। বঙ্কিমচন্দ্র জুনিয়র ডিবিলনে প্রথম শ্রেণীর "এ" সেকশনে ভৰ্ত্তি হন। তখন জুনিয়র ও মিনিয়র ডিবিলনের ছাত্রদিগকে মাসিক বেতন যথাক্রমে দুই টাকা ও তিন টাকা দিতে হইত। বলা বাহুল্য, বঙ্কিমচন্দ্র বৈতনিক ছাত্র ছিলেন। স্কুলের প্রত্যেক সেকশন এক জন মাত্র শিক্ষকের অধীন থাকিত 彝