পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য-জীবন মিচন্ত্রের বাতিসাধনা নে ত্রিত ইজ্ঞিা পাঞ্জ বা তা হইতে দেখা যায় যে, তিনি ১৮৫২ খ্ৰীষ্টাব্দের ২৫এ ফেব্রুয়ারি তারিখে (বয়স ১৩ বৎসর ৮ মাস ) লিখিতে শুরু করিয়া ১৮৯৪ খ্ৰীষ্টাবের মার্চ মাসে (৫৫ বৎসর ৯ মাস) মৃত্যুর ঠিৰ এক মাস পূৰ্ব্বে লেখার কাজে । বিরত হন; অর্থাৎ বঙ্কিমচন্দ্র পুৱা ৪২ বৎসর বাণীর সেবা করিয়াছিলেন। বঙ্কিমচন্ত্রের সাহিত্য জীবন তাহার ছাত্রজীবন হইতে আরম্ভ হইয়া, সমগ্র কৰ্শ্বজীবন অধিকার করিয়া শেষ জীবনের শেষ পর্যন্ত বিস্তৃত; তাহার সাহিত্য-জীবন স্বতন্ত্র অধ্যায়ের বিষয়ীভূত হইলেও এই কথাটা আমাদের স্মরণ রাখিতে হইবে। বঙ্কিমচন্ত্রের সাহিত্য-জীবনকে আমরা মোটামুটি চারিটি পর্কে বিভক্ত করিতে পারি। ১। আদিপৰ্ব্ব : ১৮৫২ খ্ৰীষ্টাবে ‘সংবাদ প্রভাকরে রচনা প্রকাশ হইতে আরম্ভ করিয়া ১৮৬৫ খ্ৰীষ্টাৰে দুর্গেশনন্দিনীর প্রকাশকাল পর্যন্ত ১৩ বৎসর। • २। ऎछायगर्स : ४७* बैटेब इहेड »१२ बैहेरल रक्तर्वनद्र প্রকাশকাল পর্য্যন্ত (বৈশাখ ১২৭৯ সাল ) ৭ বৎসর। " ७। पूष्ण#: »१२ $टेश श्रेष्ठ »ध्• बैोष'aशर' পত্রিকার বিদায়কাল পৰ্য্যন্ত ১৭ বৎসর। or ৪। শাস্তিপৰ্ব্ব : ১৮৮৯ খ্ৰীষ্টান্ধ হইতে ১৮৯৪ খ্ৰীষ্টাব্দের ৮ই এপ্রিল তারিখে মৃত্যু পর্যন্ত ৫ বৎসর। প্রথম দুই পর্কে বঙ্কিমচন্দ্র লেখক, তৃতীয় পর্বে সম্পাদক ও সমালোচক এবং চতুর্থ পাৰ্ব্ব তিনি পিতামহ ভীষ্মের মত উপদেষ্ট।