পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मश्डिा-बौक्म sy. “श्ािन न न म शान् नयिां सहलक्रेन। स्विहिनिष्कारः । গঙ্গরচনাতে লেখনী নিয়োগ করিলেন। অচিরকালের মধ্যে বঙ্গেয় সাহিত্যাকাশে घ्षत अग्लो छ| बिशैक्षि পাইতে লাগিলেন । বঙ্গবাসীর চিন্তু ও চিত্তেয় । উন্মেৰ পক্ষে যত লোক সহায়তা করিয়াছেন তন্মধ্যে ইনি একজন অগ্রগণ্য ব্যক্তি - ૨૬ મ, નૃ. ૨દર বঙ্গীয়-সাহিত্য-সন্মিলন, সপ্তম অধিবেশনের ( কলিকাতা, ১৩২• বঙ্গাব্দ ) অভ্যর্থনী-সমিতির সভাপতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তাহার অভিভাষণে বঙ্কিমের এই যুগের সাধনার কথা কিছু উল্লেখ कग्निप्रांरश्न-- বঙ্কিমবাবু ইতিহাস ও নবেল পড়িতে বড় ভালবাসিতেন। তখন ভারতবর্ষের ইতিহাস ছিল না ও হাও নাই। বঙ্কিমৰাবু ইউরোপের ইতিহাস খুব ভাল জানিতেন। ভারতবর্ষের মুসলমান ও ইংরাজ অধিকারে যে সকল ইতিহাস ছিল, স্তাহ সমস্তই তিনি পড়িয়াছিলেন । কলেজে তিনি সংস্কৃত পড়েন নাই। টোলে সংস্কৃত কাব্য ও নাটক অনেকগুলি পড়িয়াছিলেন । তিনি যখম স্কুলে পড়েন, তখন ঈশ্বর গুপ্তের খুব প্রস্তাব। উহার সংবাদ প্রভাকৰ সকলেই পড়িতেন । বঙ্কিমবাবু, দীনবন্ধুবাবু ও জগদীশ তর্কালঙ্কার, এই তিন জন ঈশ্বর গুপ্তের নিকট বাঙ্গালা লেখার শিক্ষানবিশী করিড়েন। এই শিক্ষানবিশস্তে পরিপক্ক হইয়া বঙ্কিমৰাৰু বাঙ্গাল নৰেল লিখিতে আরম্ভ করেন। ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের জুলাই মাস হইতে ১৮৫৮ খ্ৰীষ্টাব্দের আগস্ট মাসের প্রথম ভাগ পৰ্য্যন্ত বঙ্কিমচন্দ্রের কলিকাতার ছাত্র-জীবন ; এই সময়ে তিনি সম্ভবতঃ পড়াশুনা ও পরীক্ষা লইয়াই ব্যাপৃত থাকিতেন। ১৮৫৮ খ্ৰীষ্টান্ধের আগস্ট হইতে র্তাহার চাকুরী-জীবন আরম্ভ হয়। যশোহরে গিয়াই দীনবন্ধুর সহিত তাহার পরিচয় হয় এবং এই পরিচয় ক্রমশ: ঘনিষ্ঠতায় পরিণত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি র্তাহার নব