পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও লোকের জ্ঞানবৃদ্ধির পরম বন্ধু। তিনি ১৮৫১ খ্ৰীষ্টাব্দের জুলাই মাসে প্রথমে কায়স্থ, পরে ১৮৫৪ খ্ৰীষ্টাব্দের ডিসেম্বর মাসে যে-কোন সন্ত্রাস্ত ঘরের হিন্দুকে সংস্কৃত কলেজে অবাধ অনুমতি দিলেন। বিদ্যাসাগর নিজের কলেজের জন্য আর একটি কাজ করিলেন । ংস্কৃত কলেজের সম্মান ও ছাত্রদের ভবিষ্কৃতের উপরও যে র্তাহার প্রখর দৃষ্টি ছিল, ইহাতে তাহারই পরিচয় পাওয়া যায়। হিন্দুকলেজ ও মাদ্রাসার পাস-করা কৃতবিদ্য ছাত্রদের ডেপুটি ম্যাজিষ্ট্রেটের পদ দেওয়া হইত। বিদ্যাসাগর শিক্ষা-পরিষদের মধ্য দিয়া গবর্মেন্টের কাছে সংস্কৃত কলেজের সুযোগ্য ছাত্রদিগকে এই বিষয়ে সমান সুযোগ ও স্ববিধ দিবার সনিৰ্ব্বন্ধ প্রার্থনা জানাইলেন ( ১৩ জানুয়ারি ১৮৫২ )। প্রার্থনা গ্রাহ হইয়াছিল। সংস্কৃত কলেজের ছাত্রদিগকে পরে ডেপুটিগিরি দেওয়া হইত। ১৮২৪ খ্ৰীষ্টাব্দের প্রতিষ্ঠ হইতে সংস্কৃত কলেজ অবৈতনিক বিদ্যালয় ছিল। ফলে দাড়াইয়াছিল এই, ছাত্রেরা বিনা প্রতিবন্ধে কলেজে প্রবেশ লাভ করিতে পারিত এবং পরে সুবিধা পাইলেই অন্য ইংরেজী বিদ্যালয়ে চলিয়া যাইত। এমনও হইত, ভৰ্ত্তি হইয়া নাম লিখাইয় ছেলের আর দেখা নাই, তার পর দীর্ঘ অনুপস্থিতির ফলে যখন হাজিরাখাতী হইতে নাম কাটা গেল, তখন ছাত্র অথবা ছাত্রের অভিভাবক এমন করিয়া আসিয়া কর্তৃপক্ষকে ধরিয়া পড়িল যে, নিবেদন অগ্রাহ করা দুরূহ। এই সব অসুবিধা দূর করিবার জন্য বিদ্যাসাগর ১৮৫২ খ্ৰীষ্টাব্দের আগস্ট মাসের প্রথমে দুই টাকা প্রবেশ-দক্ষি" ব্যবস্থা প্রবর্তন করিলেন । পুনঃপ্রবেশের জন্যও ঐ ব্যবস্থা বাহাল হইল । তার পর ১৮৫৪ খ্ৰীষ্টাব্দের জুন মাসের মাঝামাঝিতে মাসিক এক টাকা বেতনের বন্দোবস্ত হইল। ইহাতে অব্যবস্থিতচিত্ত ছাত্রদের কিঞ্চিৎ