পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনের সংক্ষিপ্ত ঘটনাপঞ্জী $*కి ছিলেন। ২রা এপ্রিল তিনি কলিকাতা প্রত্যাবৰ্ত্তন করেন । ‘প্রচায়' পত্রিকায় এই সময় তাহার ‘শ্ৰীমদ্ভগবদগীতা প্রকাশিত হইতে থাকে। ইহা সম্পূর্ণ হয় নাই ; কারণ, ১৮৮৯ খ্ৰীষ্টাব্দের মার্চ মাসে প্রচার বন্ধ হয়। ১৮৮৮ খ্ৰীষ্টাফের ১৬ এপ্রিল তারিখে মেদিনীপুর হইতে বঙ্কিম জালপুরে বদলি হন। কলিকাতার বাড়ী হইতেই তিনি আলিপুর যাতায়াত করিতেন। ১৮৮৮ খ্ৰীষ্টাৰে তাহার ধর্থতত্ত্ব। প্রথম ভাগ। অনুশীলন প্রক্ষাশিক্ট । ट्छ । -- ১৮৯১ খ্ৰীষ্টাম্বের ১৪ সেপ্টেম্বর পর্য্যন্ত চাকুরী করিয়া বঙ্কিমচন্ত্র অবসর গ্রহণ করেন। অত:পর তিনি কলিকাতাতেই অবস্থান করেন। এই সময়ের মধ্যে র্তাহার নিম্নলিখিত মৃত্তন অথবা পরিবদ্ধিত পুস্তকগুলি প্রকাশিত হইয়াছিল – - ‘গদ্য পদ্য বা কবিতাপুস্তক’ –১৮৯১ ‘বিবিধ প্রবন্ধ, দ্বিতীয় ভাগ-–১৮৯২ 'কৃষ্ণচরিত্র, ২য় সংস্করণ–১৮৯২ ‘ইন্দির, ৫ম সংস্করণ--১৮৯৩ "রাধারাণী, ৪র্থ সংস্করণ–১৮৯৩ ‘রাজসিংহ, ৪র্থ সংস্করণ–১৮৯৩ র্তাহার সহজ রচনা শিক্ষা ও সহজ ইংরেজী শিক্ষা এই কালেই প্রকাশিত হইয়া থাকিবে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিণ্ডিকেট কর্তৃক অমুরুদ্ধ হইয়। তিনি এনট্রান্স পরীক্ষার্থীদের জন্য ১৮৯২ খ্ৰীষ্টাবে ‘Bengali Selections' প্রকাশ করেন। টেকচাদ ঠাকুরের যে গ্রন্থাবলী ১৮৯২ খ্ৰীষ্টাম্বে লুপ্তরত্নোদ্ধার' নামে প্রকাশিত হয়, বঙ্কিমচন্দ্র তাহার ভূমিকা লিখিয়া দেন,