পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

奪 मधूएदन बख BBBB DDS DDDBB BBBBB BBBBD DD DBB বাস করিতে আরম্ভ করেন। র্তাহার চাৰি পুত্ৰ, সকলেই বিধান, কৃতী ও উপার্জনক্ষম ছিলেন। কনিষ্ঠ রাজনারায়ণ দত্ত মধুস্থানের পিতা। পারস্ত ভাষায় রাজনারায়ণের বিশেষ ব্যুৎপত্তি ছিল; লোকে তাহাকে ‘মূত্ৰী রাজনারায়ণ বলিত। মধুস্থানের বয়স যখন ৭ বংঘর, তখন রাজনারায়ণ ওকালতী উপলক্ষ্যে কলিকাতায় আগমন করেন এবং অল্প দিনের মধ্যেই তৎকালীন সদর দেওয়ানী আদালতের এক জন খ্যাতনামা ব্যবহারজীবিরূপে পরিগণিত হন। তিনি কলিকাতার অন্তর্গত খিদিরপুরে বড় রাস্তার উপরে একটি দ্বিতল বাট ক্রয় করিয়া তথাকার এক জন সন্ত্রাস্ত অধিবাসিরূপে গণ্য হন। র্তাহার চারি বিবাহ ; মধুসূদনের জননী জাহ্নবী তাহার প্রথম পত্নী। মধুসূদন পিতার একমাত্র জীবিত সস্তান ছিলেন। মধুসূদনের একজন চরিতকার লিথিয়াছেন, “তিনি [ রাজনারায়ণ | ব্যবহারশাস্ত্রে এরূপ পারদর্শী ছিলেন যে, প্রথমে তাহাকে সরকারী .উকীল নিযুক্ত করিবার প্রস্তাব হয়। কিন্তু প্রসন্নকুমার ঠাকুর যোগাড়স্বত্ব করিয়া উক্ত পদে নিযুক্ত হন’ (‘মধু-স্মৃতি, পৃ. ৩)। এই উক্তি ঠিক নহে। ১২ এপ্রিল ১৮৪৮ ( ১ বৈশাখ ১২৫৫ ) তারিখের ‘সংবাদ প্রভাকরে প্রকাশিত “সন ১২৫৪ সালের সংবাদের সংক্ষেপ বিষয়ণ” মধ্যে দেখিতে পাই :– - ীে [১২৫৪] :–সদর আদালতের জজেরা খাস আপীল ঘাটত মোকদ্ধমায় উকীল বাবু প্রসন্নকুমার ঠাকুরকে সৰ্ব্বশ্রেষ্ঠ, অপিচ গোলাম সবার এবং রমাপ্রসাদ রায় বাবুকে শ্রেষ্টরূপে গণ্য করিয়াছেন। প্ৰবন্ধ রাজনাৰায়ণ দত্ত প্রভৃতি কাকজনকে অধোগ্যৰলিয়াপক্ষুক্ত কৰিলেন