পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4& बश्च खि হইয়াছেন তাহ সাধারণ সহৃদয় সমাজের অগোচর মাই। আপনি বাঙ্গালী ভাষায় ৰে অহত্তম অশ্ৰুত্বপূর্ব ভূমিত্ৰাক্ষর কবিতা লিখিছেন, তাহ সহ্য সমাজে অতীব প্রাপ্ত হইয়াছে, এমন কি আমরা পূৰ্ব্বে স্বপ্নেও এরূপ বিবেচনা করি নাই যে, কালে বাঙ্গালা ভাষায় এতাদৃশ কবিতা আবির্ভূত হইয়া বন্ধদেশের মুখ উজ্জল করিবে। আপনি বাঙ্গালা ভাষার আদি কবি বলিয়ু পরিগণিত হইলেন, আপনি বাঙ্গালা ভাষাকে অভুত্তম অলঙ্কারে অলস্কৃত করিলেন, আপনা হইতে একটি নূতন সাহিত্য বাঙ্গালী ভাষায় আবিষ্কৃত হইল, তজ্জন্য আমরা আপনাকে সহস্র ধন্যবাদের সহিত বিস্তোংলাহিনী সভাসংস্থাপক প্রদত্ত রৌপ্যময় পাত্র প্রদান করিতেছি। আপনি ধে অলোকসামান্ত কাৰ্য্য করিয়াছেন তৎপক্ষে '. এই উপহার অতীব সামান্ত । পৃথিবীমণ্ডলে যতদিন যেখানে বাল ভাবা প্রচলিত থাকিবেক তদেশবাসী জনগণকে চিরজীবন আপনার নিকট কৃতজ্ঞতা পাশে বদ্ধ থাকিতে হংসুক, বঙ্গবাসীগণ অনেকে এক্ষণেও আপনার সম্পূর্ণ মূল্য বিবেচনা করিা পারেন নাই কিন্তু যখন তাহারা সমুচিতরূপে আপনার অলৌকিক কাৰ্য্য বিবেচনায় সক্ষম হইবেন, তখন আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশে ক্রটি করিবেন না। আজি আমরা যেমন আপনাকে প্র কুণ্ঠা করিয়া আপনার সহবাস লাভ করিয়া আপনা আপনি সু ও কৃতাৰ্থৰ্যন্ত হইলাম হয় ত সে দিন তাহারা আপনার আদর্শণ জনিত দুঃসহ শোকসাগরে নিমগ্ন হইবেন । কিন্তু যদিচ আপনি সে সময় বর্তমান না থাকুন বাঙ্গালা ভাষা যতদিন পৃথিবীমণ্ডলে প্রচারিত থাকিবে ততদিন আমরা আপনার সহবাস মুখে পরিতৃপ্ত হইতে পারিব সন্দেহ নাই। এক্ষণে আমরা বিনীতভাবে প্রার্থনা করি আপনি উত্তরোত্তর