পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পিতৃসম্বন্ত উদ্ধার, বিষয়ক ব্যবস্থা 3 ইউরোপ যাত্রা রাজনারায়ণ দত্ত মৃত্যুকালে কোন উইল করিয়া আন নাই। গেীরদাস বসাকের স্মৃতিকথায় প্রকাশ, র্তাহাকে উইল করিতে বলিলে তিনি বলিয়াছিলেন, “বার বিষয়, সে এসে নেবে।" মধুসূদন মাত্রাঙ্গ হইতে কলিকাতায় ফিরিয়া দেখিলেন, তাহার পিতৃসম্পত্তি লইয়া তাহার আত্মীয়স্বজন মামলায় ব্যস্ত ; এমন কি, একখানা জাল উইলও আদালতে হাজির করা হইয়াছে। র্তাহার উপস্থিতিতে সে মকদ্দমা থামিল না। মধুসূদন তখন রিক্তহস্ত। বন্ধু গেীরদাস বসাক ও কিশোরীড়া মিত্র এই সময় তাহাকে পিতৃসম্পত্তি লাভে যথেষ্ট সহায়তা করিয়াছিলেন ; মকদ্দমার সমস্ত ব্যয় নির্বাহ করিয়াছিলেন র্তাহার পিতার কৰ্ম্মচারী মহাদেব চট্টোপাধ্যায়। মকদম দীর্ঘকাল চলিয়াছিল। বিদ্যাসাগরকে লিখিত একখানি পত্রে প্রকাশ :– The Moonkeah Case was dismissed by the P. S. A. of Jessora in February 1860. Within a few months of that we got possession of both the estates-Letter dated 18 Sept., 1864, ১৮৬ খ্ৰীষ্টান্ধের শেষার্ধে মধুসূদন বন্ধু রাজনারায়ণকে লিখিয়াছিলেন – As for my law-suits I have won one, and another is dragg. ing its flow length along, I am at present master of an estate paying 2500 to 3000 Rs, a year, Bút the devil a rupee of it I do not expect to see-for months, probably for years yet. There is an appeal pending in the Sudder,