পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাঙ্কর মোঙ্কজমা খরচ ও দেনা পরিশোধ জঙ্ক ৫•••• পাচ হাজার টাকা ব্যয় করিয়াছেন তাহাতে উক্ত দুই চক্‌ ৰ্তাহাকে কামি বঙ্গবন্ত করিয়া দিবার অঙ্গীক্ষার ছিল তদকুজাই তাহার প্রার্থনা মতে উপরের লিখিত ••• পাচ হাজার টাকা পণে উক্ত চক মুনকিয়া ও গারডাঙ্গা ১২৬৮ সনের প্রথমাবধি আপনাকে মফস্বলে তালুক ও গাডিার করিয়া দেওয়া গেল”।* ১৮৬২ খ্ৰীষ্টান্ধের মে মাসে মধুস্থান খিদিরপুরের বসতবাটী তাহার বাল্যবন্ধু ও কবি রঙ্গলালের কনিষ্ঠ ভ্রাতা হরিমোহন বন্দ্যোপাধ্যায়কে সাত হাজার টাকা মূল্যে বিক্রয় করেন। অতঃপর মধুসূদন তাহার পিসতুতে ভাই বৈদ্যনাথ মিত্র ও দ্বারিকানাথ মিত্রকে পিতৃনির্দেশ অনুসারে আনুমানিক দুই সহস্র টাকা মূল্যের চক মুনকিয়ার।১• অংশ এবং স্বয়ং তিন সহস্র টাকা মূল্যের সাগরীড়ীর ভদ্রাসনের অংশ ও অন্যান্ত জমি দান করেন। এই সম্পর্কে তিনি ৭ জুন ১৮৬২ তারিখে একটি দানপত্র লিখিয়া দেন।+ হেন্‌টিকে কলিকাতায় রাখিয়া মধুসূদন একাই ইউরোপ যাত্রা কৱিবেন মনস্থ করেন। এই কারণে ব্যবস্থা হয় যে, তাহার বৈষয়িক আয় হইতে পত্তনিদার মোক্ষদা দেবী কলিকাতায় তাহার স্ত্রী হেনরিএটাকে মাসে মাসে দেড় শত টাকা দিবেন। ইহা ছাড়া তিনি স্ত্রী, কন্যা শৰ্মিষ্ঠা ও পুত্ৰ মিণ্টন দত্তের জন্য ব্যাঙ্কেও কিছু টাকা জমা রাখিয়াছিলেন। • সমগ্র লিখনি ১৩৩৮ সালের জ্যৈষ্ঠ-সংখ্য ভারতবর্ষের ১৭২-৭৩ পৃষ্ঠায় যুক্তি त्रैोश्।

  • छब्रडरर्ष,'४छाछै। ०४७४ او سه ۹ ه به