পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Þa মধুসূদন দত্ত ব্যারিস্টারি পরীক্ষায় সাফল্য ব্যারিস্টারি পরীক্ষার জন্য প্রস্তুত হইবার মানলে ১৮৬৫ খ্ৰীষ্টাম্বের শেষ ভাগে মধুস্থান পুনরায় ইংলণ্ডে গমন করেন। লণ্ডনে অবস্থিতিকালে । তাহার সহিত “পণ্ডিতচূড়ামণি গোল্ডস্টকরের পরিচয় হয়। গোন্ডষ্টকর র্তাহাকে লগুন ইউনিভার্সিটি কলেজে বাংলা ভাষার অধ্যাপকের অবৈতনিক পদে প্রতিষ্ঠিত করিতে ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। किछु মধুস্থান এই পদ প্রত্যাখ্যান করিতে বাধ্য হইয়াছিলেন ; কারণ, তাহার পক্ষে তখন অবৈতনিক ভাবে কাৰ্য্য করা সম্ভব ছিল না। এই প্রসঙ্গে ১৭ জানুয়ারি ১৮৬৬ তারিখে তিনি লগুন হইতে বিদ্যাসাগরকে লিখিয়াছিলেন :– I have even refused the offer of the Bengali Professorship at University Coliege, London, a post of great honour and dignity though without a salary. Dr. Goldstucker (of whom yon have no doubt heard) was very anxious to have me, but I told him plainly that I was too poor to live in England without a handsome salary...The Doctor is a profound Sanskrit scholar and foves all Hindus.

  • ১৮৬৬ খ্ৰীষ্টারে ১৭ই নবেম্বর মধুসূদন গ্রেজ, ইন হইতে ব্যাক্টিারি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরীক্ষার পর তিনি ফ্রান্সে চলিয়া যান। সেখান হইতে পরীক্ষার ফল ও স্বদেশ প্রত্যাগমনের সঙ্কল্প সম্বন্ধে পদ্ধমত্তাঁ মই ডিসেম্বর তারিখে বিদ্যাসাগরকে লেখেন :– , “

I hope you have received my letter via Bombay announcing my call to the Bar on the 17th ultimo, I have allowed some mails to leave without writing, for I have been looking out for letters and money from you, I am now in Franca with my family, for we can live here for less money than in England. If the mall now approaching ns fast bring money