পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদৃেশ-প্রত্যাগমন Եֆ: DS DBDD DBB BBB DDBBBSBHHS DDBBB BBS সেপ্টেম্বর মহাকৰি হোত্মায়েত্ব ঈলিয়াস’ নামক মহাকাব্যের উপাখ্যানভাগ অবলম্বন কৰিয়া মধুত্বৰম বাংলায় হেক্টর বধ’ প্রকাশ করেন। প্রায় চারি বৎসর পূৰ্ব্বে তিনি পীড়িতাবস্থায় ইহা স্বচম করেন। পুস্তকধানি তিনি বাল্যবন্ধু ভূদেব মুখোপাধ্যাকে উংসর্গ করিয়াছিলেন। ‘হেক্টর-বধ উপহার পাইয়া, ২৮ মার্চ ১৮৭২ তারিখে চুচুড়া হইতে ভূদেৰ যে পত্ৰখানি মধুস্থানকে লেখেন, তাহ ২৬এ এপ্রিল তারিখের ‘এডুকেশন গেজেটে প্রকাশিত হইয়াছিল। এই পত্রে ভূদেব লেখেন - তুমি স্বপ্রণীত হেক্টরবধ কাব্যগ্রন্থে আমার নামোল্লেখ করিয়া আমাদিগের পরস্পর সতীর্থ সম্বন্ধের এবং বাল্য প্রণয়ের পরিচয় প্রদান করিয়াছ । আমি কখনই সেই সম্বন্ধ এবং সেই প্রণয় বিস্তুত হই নাই, হইতেও পারি না। যৌবনমুলভ প্রবলতর আশা প্রণোদিত হইয়া মনে মনে যে সকল উন্নত অভিপ্রায় সঞ্চিত করিতাম, তোমার দৃষ্টান্তই বিশেষরূপে তৎসমুদ্বয়ের উত্তেজক হইত। তোমার যৌবন কালের ভাব আমার জীবনের একটি মুখ্যতম অঙ্গ হইয়া রহিয়াছে। তখন আমাদিগের পরম্পর কত কথাই হইত,—কত পরামর্শই হইত, —কত বিচার ও কত বিতণ্ডাই হইত এখনও কি তোমার সে সকল কথা মনে পড়ে? তুমি বিজাতীয় প্রণালীর কিছু অধিক পক্ষপাতী ছিলে, আমি স্বজাতীয় প্রণালীর অধিক পক্ষপাতী ছিলাম। এই মতভেদ নিবন্ধন আমার যে যন্ত্রণা হইত, তাহা কি তোমার স্মরণ হয় ? আহা! তখন কি একবারও মনে করিতে পারিতাম যে, তুমি বিজাতীয় মহাকবিগণের সমস্ত রত্ন আহরণ করিয়া মাতৃভাষার শোভা সম্বন্ধনপূর্বক বাম্বালার অদ্বিতীয় মহাকবি হইবে । সেই সময়ে তুমি যে সকল স্বন্দর ইংরাজী পষ্ঠ রচনা করিতে, তাহ পাঠ