পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Şe • মধুসূদন দত্ত রুদ্ধস্বরে কেবল বললেন, জগদীশ । আমাদিগের দুই জনকেই একত্র সমাধিস্থ করিলে না কেন ? কিন্তু আমার আর অধিক বিলম্ব নাই, আমি সত্বরই হেনরিএটার অনুবর্তী হইব। এই শোক-সংঘাতেই মধুসূদনের জীর্ণ বক্ষপঞ্চর চূর্ণ হইয়া গেল!” * "সেই নিশীথের ঘন অন্ধকারে, বিষাদক্লিষ্ট হৃদয়ে, স্নান বদনে ফ্যারিষ্টার মনোমোহন ঘোষ, মধুস্থানের দুই জন বন্ধুকে সঙ্গে লইয়া আলিপুরের চিকিৎসালয়ে প্রবিষ্ট হইলেন।...র্তাহারা ধীরে ধীরে নি:শবা পদসঞ্চারে মধুসূদনের কক্ষে প্রবিষ্ট হইয়া দেখিলেন, মুম্ষু মধুসূদন মুদিত নেত্রে শয্যায় শায়িত হইয়া আছেন। জনৈক বালক-তৃত্য র্তাহার শষ্যাতলে বসিয়াছিল। তাহদের পদশক কর্ণে প্রবিষ্ট হইবামাত্র মধুসূদন চক্ষু চাহিয়াই অতি উৎকণ্ঠিত চিত্তে জিজ্ঞাসা করিলেন, কেমন মনেীমোহন, সকল ত ভদ্রোচিত ভাবে সম্পন্ন হইয়াছে ? কোনও ক্রটি ত হয় নাই ? ৰুে কে, উপস্থিত ছিলেন ? বিদ্যাসাগর, যতীন্দ্র ও দিগম্বর উপস্থিত ছিলেন কি ?’ মনোমোহন ঘোষ বলিলেন সকলই নির্বিঘ্নে সম্পন্ন হুইয়াছে ; কোন ক্রটিই হয় নাই। বিদ্যাসাগর প্রভৃতিকে সংবাদ প্রেরণের সময় হয় নাই।' এই কথা শুনিয়া মধুবন ক্ৰিয়ংকাল স্তৰ হইয়া বুছিলেন। পরে মনোমোহনকে বলিলেন, ‘তুমি ত শেক্সপিয়র পড়িয়াছ সেই কয়টি পংক্তি কি তোমার স্মরণ হয় ?’ মনোমোহন ঘোষ বলিলেন, কোন কয়টি পংক্তি ? মধুসুদন,—লেডী ম্যাকৃবেথের মৃত্যুতে ম্যাকবেথ যাহা বলেন? আমার স্বতিলোপ হইয়া আসিতেছে, কোন কথাই আর আমার স্মরণ হয় না।’ এই বলিয়াই তিনি ম্যাকবেথের নিম্নোদ্ভূত উক্তিগুলি কুম্পষ্টরূপে আবৃত্তি করিলেন – To-morrow, and to-morrow, and to-morrow, Creeps in this petty pace from day to day,