পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ-জীবন aరీ যেরূপ আন্দোলন উপস্থিত হইয়াছে, তাহাতে তোমার অন্ত্যেষ্টি-ক্রিয়ায় বিঘ্ন ঘটিবার সম্ভাবনা। আমি তোমার আস্ত্যেষ্টির নিমিত্ত লর্ড বিশপ মহোদয়ের অনুমতি লইয়া আসি ইহা শুনিয়া তেজস্ব মধুসূদন বলিলেন, “আমি মনুষ্য-নিৰ্ম্মিত গির্জার সংস্রব গ্রাহ করি মা ; আমার কাহারও সাহায্যের প্রয়োজন নাই ; আমি ঈশ্বরে বিশ্রাম করিতে যাইতেছি, তিনি আমাকে তাহার সৰ্ব্বোৎকৃষ্ট বিশ্রামাগারে লুকাইয়া {son (“I am going to rest in my Lord He will hide me in His best resting-place ") wroto Cetotics কোন স্থানে প্রোথিত করিও—সে স্থান তোমার গৃহদ্বারের নিকটেই হউক, কোন তরুতলেই হউক, কিম্বা কোন নিভৃত-নির্জন স্থলেই হউক না কেন ? কেবল আমার এই মাত্র শেষ অনুরোধ যেন আমার দেহাস্থি বিড়ম্বিত না হয়। পৃথিবীতলে খামশম্পই যেন আমার সমাধি আচ্ছাদন করিয়া রাখে।’.. "১৮৭৩ খ্ৰীষ্টাব্বের ২৯শে জুন, রবিবার, প্রাতঃকাল হইতেই মধুসূদনের জীবনী-শক্তি ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসিতে লাগিল। প্রাবৃটের নিবিড় মেঘচ্ছায়ার ন্যায় অকরুণ মৃত্যুর ভীষণ ছায় ঘনাইয়া, আসিল ! সেই দিনই—সেই ১৮৭৩ খ্ৰীষ্টাব্দের ২৯ জুন, রবিবার, বেলা দুইটার সময় জামাত, পুত্ৰ-কন্তী-শুশ্ৰুষাকারিণী পরিবেষ্টি শ্রমধুসূদনের প্রাণবায়ু বহির্গত হইল - বজের পঙ্কজয়ৰি গেলা অস্তাচলে। Bengala ! thou proudeat lotus in th' Eastern maim, Thy Sun of glory has set, me'er to rlse again l!