পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "১। মুবিস্তৃত এবং সুব্যবস্থিত বাংলা-শিক্ষা একান্ত বাঞ্ছনীয়, কেন-ন, মাত্র ইহারই সাহায্যে জনসাধারণের শ্রবৃদ্ধি সম্ভব। ২ । লেখা পড়, আর কিছু অঙ্ক শেখাতেই এই শিক্ষা পর্যবসিত হইলে চলিবে না, শিক্ষা সম্পূর্ণ করিবার জন্য ভূগোল, ইতিহাস, জীবন-চরিত, পাটীগণিত, জ্যামিতি, পদার্থবিদ্যা, নীতি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরতত্ত্ব শেখান প্রয়োজন। ৩। নিম্নলিখিত প্রকাশিত প্রাথমিক পুস্তকগুলি পাঠ্যরূপে গ্রহণযোগ্য :– ( ক ) শিশুশিক্ষা (পাচ ভাগ )। প্রথম তিন ভাগে আছে— বর্ণপরিচয়, বানান এবং পঠন শিক্ষ। চতুর্থ ভাগ—জানোদয়সম্পর্কিত একখানি ছোট বই। পঞ্চম ভাগ—চেম্বার্স এডুকেশনাল কোর্স-অন্তর্গত নৈতিক-পাঠ পুস্তকের ভাবাহুবাদ। পশ্বাবলী, অর্থাৎ জীবজন্তুর প্রাকৃতিক বিবরণী। (গ) বাংলার ইতিহাস-মার্শম্যানের গ্রন্থের ভাবানুবাদ । (ঘ) চারুপীঠ বা প্রয়োজনীয় এবং চিত্তাকর্ষক বিষয়সমূহ সম্বন্ধে পাঠমালা । (ঙ) জীবন-চরিত—‘চেম্বার্স এক্সেমগ্লারি বায়োগ্রাফিঅন্তর্গত কোপানিকস, গ্যালিলিও, নিউটন, সাৰ্ব উইলিয়ম হর্শেল, গ্রোৎস, লিনিয়ুস, ডুবাল, সাৰ্ব উইলিয়ম জোন্স ও টমাস জেঙ্কিন্সের জীবনবৃত্তের ভাবানুবাদ । ৪ । পাটীগণিত, জ্যামিতি, পদার্থবিদ্যা 4 , নীতিবিজ্ঞান সম্বন্ধীয় গ্রন্থাবলী রচিত হইতেছে। ভূগোল, রাষ্ট্রনীতি, শারীরতত্ত্ব ঐতিহাসিক গ্রন্থসমূহ এবং কতকগুলি ধারাবাহিক জীবনচরিত এখনও রচনা করিতে হইবে। বর্তমানে ভারতবর্ষ, গ্রীস, রোম এবং ইংলণ্ডের ইতিহাস হইলেই চলিবে।