পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እህw झकध्ठ मछूमनांब्र কৃষ্ণচজের অনেক রচনা ‘ঢাকাগ্রকাশে স্থান লাভ করিয়াছিল। এই সংবাদপত্রের সহিত সংশ্লিষ্ট থাকা কালেই তাহার ‘সম্ভাবশতক' প্রকাশিত হয় ও তাহার কবি-খ্যাতি প্রতিষ্ঠিত হয়। চতুর্থ বৎসরের ২২শ সংখ্যা পর্য্যস্তু "প্রকাশক"-রূপে পত্রিকায় তাহার নাম পাওয়া যায়। ইহার পর তিনি ঢাকাপ্রকাশ ত্যাগ করেন। বিজ্ঞাপনী ঃ এই সময়ে বালিয়াট-নিবাসী গিরিশচন্দ্র রায় চৌধুরী ঢাকায় বিজ্ঞাপনী যন্ত্র নামে একটি বাংলা মুত্রাঘন্ত্রের প্রতিষ্ঠা করেন। এই মুদ্রণযন্ত্রের সাহায্যে বিজ্ঞাপনী’ নামে একখানি বাংলা সাপ্তাহিক পত্র প্রচারের সঙ্কল্প করিয়া, তিনি কৃষ্ণচঙ্গ মজুমদারকে ৫০২ বেতনে ঐ কাগজ ও প্রেস চালাইবার জন্ত নিযুক্ত করেন | বিজ্ঞাপনী যন্ত্র স্থাপন ও বিজ্ঞাপনী পত্র প্রচারের সঙ্কল্পের কথা কৃষ্ণচন্দ্র সংবাদপত্রে ঘোষণা করিলেন । ৫ সেপ্টেম্বর ১৮৬৪ তারিখের 'সোমপ্রকাশে নিম্নোদ্ভূত বিজ্ঞাপনটি প্রকাশিত হয় :– এতদ্বারা সৰ্ব্বসাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে ঐযুক্ত বাবু কালীনারায়ণ রায় চৌধুরী মহাশয়ের বংশীৰাজারস্থিত নদীর পারের একতালা হাবেলিতে বালিয়ার্ট মিবাসী জীয়ুক্ত বাবু গিরিশচন্দ্র রায় চৌধুরী কর্তৃক “ঢাকা বিজ্ঞাপনী যন্ত্র" নামে একটা মুদ্র যন্ত্র সংস্থাপিত হুইয়াছে,••• , अश्रण रेश७ रिछांभ cष, ऐछ षष्ठ श्t७ ‘बिछाभमैौ' मायक একখানি অভিনব সাপ্তাহিক সম্বাদ পঞ্জিক শীঘ্রই প্রচারিত হইবে,--- পঞ্জিকার আয়তন ৪ পেজি ফৰ্ম্মার ও ফর্শ করা হইবে... । খ্ৰীকৃষ্ণচজ মজুমদার। ঢাকা বিজ্ঞাপনী যন্ত্র ১২৭১। এই ভাত্র । ,