পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ১২ । তত্ত্বাবধানেষু নিম্নলিখিত উপায় বিশেষ কায্যকর এবং অল্পব্যয়সাধ্য হইলে । ১১। যাতায়াতের ব্যয়মৃদ্ধ, মাসিব ১৫০ টাকা বেতনে দুষ্ট জন বাঙালী তত্ত্বাবধায়ক রাখা প্রয়োজন ;–এক জন মেদিনীপুর ও হুগলীর জন্য, আর এক জন নদীয় ও বর্ধমানের জন্য । তাহদের কাজ হইবে—ঘন ঘন স্কুলগুলি পরিদর্শন কপী, শ্রেণীগুলির পরীক্ষা লওয়া, এবং শিক্ষণ-প্রণালী সংশোধন করা। ১২। সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রধান তত্ত্বাবধায়ক নিযুক্ত হইবেন । ইহার জন্য র্তাহাকে অতিরিক্ত কোম পারিশ্রমিক দিতে হইবে না ; কেবলমাত্র যাতায়াভের খরচ দিলেই চলিবে। এই বাবদ বৎসরে ৩-৭ টাকার বেশী ব্যয় হইবে না। তিনি বৎসরে একবার স্কুলগুলি পরিদর্শন করিয়া কর্তৃপক্ষকে রিপোর্ট দিবেন। কর্তৃপক্ষের উপরই বাংলা স্কুলগুলির পরিচালনার ভার ন্যস্ত থাকিবে। ১৩ । গ্রন্থ-প্রণয়ন, এবং পুস্তক ও শিক্ষক নির্বাচনের ভার প্রধান তত্ত্বাবধায়কের উপর থাকিবে। ১৪। সংস্কৃত কলেজ সাধারণ শিক্ষার এক কেন্দ্রভূমি হইয়াও বাংলা শিক্ষক গড়িবার জন্য নর্মাল স্থলরূপে প গত হইবে। ১৫। এমনি ভাবে শিক্ষকদের শিক্ষাদান, পুস্তক রচনা ও গ্রহণ, শিক্ষক-নিৰ্বাচন, এবং সাধারণ তত্ত্বাবধানে র একই পদে যুক্ত হইলে, অনেক অসুবিধা হইতে অব্যাহতি প । যাইবে। ১৬। মাসিক এক শত টাকা বেতনে, প্রধান তত্ত্বাবধায়কের একজন সহকারী নিযুক্ত করিতে হইবে। তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষকে শিক্ষক-তৈয়ারী ও পাঠ্যপুস্তক-প্রণয়নে সাহায্য করিবেন এবং প্রধান তত্ত্বাবধায়ক বাংলা স্কুল-পরিদর্শনে বাহির হইলে তাহার স্থানে অস্থায়িভাবে কাজ চালাইবেন।