পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- - 1 - .

  • : » q. “ मुम्ला " وهنه

গমন করেন। তাহার মৃত্যুতে পূৰ্ব্ববঙ্গের সাহিত্য ও সাময়িক-পত্রের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়। "মিত্র-প্রকাশে’ ( ১৬ ফেব্রুয়ারি ১৮৭২) কালিদাস মিত্র ভ্রাতার মৃত্যু-সংবাদ ঘোষণা করেন ; উহা এইরূপ — चणख cनांकभरुश्वशन्नरग्न थकाल कब्रिह्णशि, यशश्च शब्रिभाव মিত্র এই “মিন্ত্র-প্রকাশ” পত্রিক প্রচারে প্রবৃত্ত হইয়া এক বৎসল্প কাল যথ নিয়মে প্রচার করিয়াছিল, পরে শারীরিক অসুস্থত বশত: ইছা রীতিমত প্রচার করিতে অসমর্থ হইয়া, বিগত ২০ শে চৈত্র ১২৭৮ ] সোমবার জিব! দ্বিতীয় প্রহরের পর আমাকে শোকসাগরে মগ্ন করিয়া আমার একমাত্র অবলম্বন প্রাণাধিক হরিশ সংসার মায়া পরিত্যাগ করিয়াছে । হরিশ্চত্রের মৃত্যুতে ভূদেব মুখোপাধ্যায় তৎসম্পাদিত এডুকেশন গেজেটে ( ১২ এপ্রিল ১৮৭২ ) লিখিয়াছিলেন : আমরা মিত্রপ্রকাশের প্রচারক ও মালা এন্থের গ্রন্থকার বাবু হরিশ্চন্দ্র মিত্রের পরলোক গমনের সংবাদ সমাচারপত্রে পাঠ করিয়া অতিশয় ছুঃখিত হইয়াছি । হরিশ্চন্দ্র বাবু বিশেষ ক্ষমতাবানু পুরুষ ছিলেন। তিনি প্রথমে কম্পোজিটরের কৰ্ম্ম করিতে আরম্ভ করিয় ক্রমশঃ আপনার ক্ষমতাবলে পূৰ্ব্ববাঙ্গালা প্রদেশের একজন সৰ্ব্বাএগণ্য লোক হইয়া উঠিয়াছিলেন। তাহার কাব্যরচনাতে কবিশক্তির নিঃসন্দেহ পরিচর আছে। অবস্থা অমুকুল হইলে তাহার কবিশক্তি উংকৃষ্টতর ফলপ্ৰসবিনী হইত। আমরা তাহাকে কখন দেখি মাই, কিন্তু আমরা সমাদরপূর্বক তাহার রচিত গ্রন্থ ও র্তাহার প্রচারিত পত্রিক পাঠ করিতাম । গত রবিবারে জামরা ণ্ঠাহার রচিত প্ৰহলাদ মাটক দৈবযোগে পড়িতে পাইয়া সমালোচন করিব বলিয়া মনে মলে