পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রচনাবলী }; ४ । ८७म७थवांश्मैि (कांश ) । टेछाई ४२११ ( se cय »v१०) । જૂ. કદ !

  • ১২৬৭ সালের প্রারম্ভে রচিত।” সমগ্র কাব্যখামি প্রথমে

‘জবোধ-বন্ধু' পত্রের ১ম ও ২য় ভাগে ( আষাঢ় ১২৭৪ , জ্যৈষ্ঠ-ভাদ্র ১২৭৫ ) প্রকাশিত হয়। ৭। সারদামঙ্গল (কাব্য)। সন ১২৮৬ (২৯ ডিসেম্বর ১৮৭৯)। જૂ. હા ।

  • ১২৭৭ সালে ‘সারদামঙ্গলের রচনা আরম্ভ হইয়া অসম্পূর্ণ অবস্থায় পড়িয়া থাকে, ১৭৮১ সালে জাৰ্য্যদর্শম পত্রে তদবস্থাতেই প্রকাশিত হয় , এক্ষণে সম্পূর্ণ হইল।”

গ্রন্থাবলী : বিহারিলালের একাধিক গ্রন্থাবলী প্রকাশিত হইয়াছে, তন্মধ্যে কবির জ্যেষ্ঠ পুত্র অবিনাশচত্র চক্রবর্তী কর্তৃক সম্পাদিত গ্রন্থাবলী উল্লেখযোগ্য ; ইহার প্রথম খণ্ড ১৩০৭ সালের বৈশাখ মাসে এবং দ্বিতীয় খণ্ড ১৩২০ সালে শ্রাবণ মালে প্রকাশিত হয়। ইহাতে পুস্তকাকারে অপ্রকাশিত কবির কতকগুলি রচনাও স্থান পাইয়াছে। এগুলি সৰ্ব্বপ্রথম কোথায় প্রকাশিত হয়, প্রচলিত গ্রন্থাবলীতে তাছার কোন নির্দেশ নাই। আমরা সে অভাব যথাসম্ভব পূরণ করিবার চেষ্টা করিলাম — মায়াদেবী ঃ ‘ভারতী, শ্রাবণ ১২৮৯ । শরৎকাল ঃ প্রভাত, মধ্যাহ্ন ও সন্ধ্যা সঙ্গীত।--ভারতী, কাৰ্ত্তিক ১২৮৯। নিশীথ সঙ্গীত ও নিশাস্ত সঙ্গীত –প্রয়াস, মে-জুন >も >