পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে কয়েকটি জেলা লইয়া কাজ আরম্ভ কষ্ঠিীর পক্ষপাতী ছিলেন। যদি সংস্কৃত কলেজের কাজের কোন ক্ষতি না হয়, তাহা হইলে বিদ্যাসাগর মাঝে মাঝে মডেল বশ্ববিদ্যালয়গুলি পরিদর্শনের জন্য বাহির হইতে পারেন, এ সম্বন্ধে বড় লাটের কোন আপত্ত্বি ছিল না। কিন্তু বিলাতের পত্র অনুসারে তাহাকে বাংলা-শিক্ষা-ব্যবস্থার সুপারিন্টেণ্ডেণ্ট করা যায় না; এ কার্য্য ডিরেক্টর অব পাবলিক ইন্‌ষ্ট্রাকৃশন এবং তদধীন ইনস্পেক্টরের দ্বার চালিত হইবে।* ডিরেক্টর অব পাবলিক্‌ ইন্‌ষ্ট্রাকৃশন নিযুক্ত হইলেন। তবু হালিডে অতুভব করিতে লাগিলেন, যদি বঙ্গদেশে বাংলা শিক্ষার ব্যবস্থা সফল করিয়া তুলিতে হয়, তাহা হইলে বিদ্যাসাগরের মত লোকের সাহায্য ব্যতীত সে কার্য্য অসম্ভব। ডিরেক্টরকে লিখি ; বাংলা-গবর্মেন্টের পত্রে প্রকাশ :-- “শিক্ষা-বিভাগের নূতন ব্যবস্থাসত্ত্বেও, অন্ততঃ কিছু কালের জন্য, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মত বিশিষ্টরূপ গুণবা ব্যক্তিকে নিযুক্ত করা শ্রেয়স্কর, ইহাই ছোট লাটের মত। অধ্যক্ষ হিসাবে ংস্কৃত কলেজের কর্তৃব্যে কোনরূপ প্রতিবন্ধ না হয়, অথচ এ কাজে র্তাহার প্রয়োজনীয় সাহায্য কি করিয়া পাওয়া যায়, সে সম্বন্ধে বিবেচনা করিয়া ঠিক করিতে ছোট লাট অনুরোধ করিতেছেন।” ( ২৩ মার্চ ১৮৫৫ ) উত্তরে ডিরেক্টর প্রস্তাব করিলেন, স্থায়ী কৰ্ম্মচারী ম; গ্র্যাটকে না-পাওয়া পৰ্যন্ত বিদ্যাসাগরকে অস্থায়িভাবে ইন্‌স্পেক্ট অব স্কুলের কাজে লাগান যাইতে পারে। এপ্রস্তাব কিন্তু ছোট লাটের মনপূত হইল না। এতিনি মিনিটে লিখিলেন—

  • Letter from C, Bendon. Secy, to the Govt. of India, to W. Grey. Secy, to thc Govt. of Bengal, dated 13 Feb. 1855,