পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্রাবলী বিহারিলালের অনেকগুলি পৰু মাসিকপত্রের পৃষ্ঠায় প্রকাশিত হইয়াছে। ইহার কয়েকখানি নিয়ে উদ্ভূত হইল :– S সঙ্গীত-শতক পাঠ করিয়া দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মনে বিহারিলালের সহিত আলাপ করিবার বাসনা জাগে। উভয়ের মধ্যে কিরূপ বন্ধুত্ব জন্মিয়াছিল, ১৮ মে ১৮৬৪ তারিখে দ্বিজেন্দ্রনাথকে লিখিত বিহারিলালের নিম্নোদ্ভূত পত্রে তাহার আভাস পাওয়া যায়। সরলত, অকপটত, আন্তরিকত, পবিত্রতা এই সকল দিক্ দিয়া উভয়ের প্রকৃতিগত সাপ্ত ছিল বলিয়াই বোধ করি এই দুই মুহুদের মধ্যে এরূপ মনের মিল হইয়াছিল। বৈষ্ণব রসশাস্ত্রে যাহাকে মধুর রস বলা হইয়াছে কবিতাকারে লিখিত এই পত্রে যেন তাহারই অভিব্যক্তি, ইহার ছত্ৰে ছত্রে কবির অস্তরের মধু যেন ঝরিয়া পড়িতেছে : ১২৭১ সাল। ৬ জ্যৈষ্ঠ । রাস্ত্রী ১০ ঘন্টার সময় প্রিয় সখা ঐযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

  • প্রযুক্ত সংকার বিশেষমাত্মন ন মাং পর সম্প্রতিপতুমৰ্হসি । যত: সতাং * * * সঙ্গতং মনীষিভিঃ সাগুপীনমুচ্যতে।"

একি এ নূতন আলো অন্তরে উজ্বলে ।