পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ङ्कांबळेंौ ફ૭ কি আছে অষ্ট্রে, তাছ বলা নাহি যায়, "খেতে থাকিতে পাছে ভূতেতে কিলায় ?” দূর হোক্ এ দোলায় কেন জ্বলি আর, সনেহে প্রণয় মুখ হয় ছাব্‌খা ! উদার অস্তরে দিয়ে হৃদয় ঢালিয়ে চুপ, কোরে বসে থাকি নিশ্চিন্তু হইয়ে। হয়তো আমার মন মজেছে যেমন, সে তাহার বিদুমাত্র করে নি গ্রহণ। আপনার তেজ:গর্ভ নম্র ব্যবহার, কত দূর শক্তি ধরে মন মোহিবার ; সরল মধুর ভাব,খোলা আলাপন, কত দূর কোরেছে আমারে আকর্ষণ, হয়তো সে নিজে তাহা জ্ঞাত মাত্র নয়, চন্দ্রমা জানে না তার করে কত হয় । শশি হে চকোর করে তোমারধেয়ান, থেকে না মেঘের আড়ে, বোধো না পরাণ, গায়েপড়া হোলে তার গুমোর থাকে ম', জেনেও আমার মন প্রবোধ মানে না। মানিনী ভামিনী মই, গুয়োর জানি নে, তা বোলে কি প্রেমপত্র হইতে পারি নে ? প্রিয় হে আমার মনে অন্ত কিছু নাই, হেরিয়ে তোমায় স্বত্ব স্বয় জুড়াই। কে জানে ভাই। কি ছেলেমাৰী কোরে বোসূলে কিছুই বােলুতে পারিনে। কালুকের কথায় বার্তা আর আজকের লেখার