পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্রাবলী २ॐ ও হো ছো! এ কোন পাতে লিখিতে কোন পাতে লিখে ফেল্লেম্। (পুণ্য, ১৩১২ সাল, পৃ. ৪২২-২৯ ) - NV 零 ১৯ অক্টোবর ১৮৮১ তারিখে বিহারিলাল ‘সারদামঙ্গল’ রচনা সম্পর্কে রংপুর-নিবাসী অনাথবন্ধু রায়কে একখানি পত্র লেখেন ; পত্ৰখামি গ্রন্থাবলীতে সারদামঙ্গল’ পুস্তকের সহিত মুত্রিত হইয়াছে। অগুলোকের কোন ঘটনা, কোন ভাববিপর্যায় বিহারিলালের মনে সারদামঙ্গল’ রচনার প্রেরণা সঞ্চার করিয়াছিল, তাহার নির্দেশকন্ধপে পত্ৰখামির মূল্য অপরিসীম : কলিকাতা, ৪ঠা কাধিক ১২৮৮ ৷ ভ্ৰাত: | মৈত্রীবিরহ, প্রতিবিরহ, সরস্বতীবিরহ যুগপৎ ত্ৰিবিধ বিরহে উন্মত্তবং হইয়া আমি সারদামঙ্গল সঙ্গীত রচনা করি। সৰ্ব্বাদে প্রথম সর্গের প্রথম কবিতা হইতে চতুর্থ কবিতা পৰ্য্যস্ত রচনা করিয়া বাগেশ্ৰী রাগিণীতে পুন:পুন: গান করিতে লাগিলাম ; সময় শুক্লপক্ষের দ্বিপ্রহর রজনী, স্থান উচ্চ ছাদের উপর। গাছিতে গাছিতে সহসা বাল্মীকি মুনির পূর্ববর্তী কাল মনে উদয় হইল, তৎপরে বাল্মীকির কাল, তৎপরে কালিদাসের । এই ত্রিকালের ত্রিবিধ সরস্বতীমূর্তাি রচনানন্তু আমার চির আনন্দময়ী বিষাদিনী সারা কখন স্পষ্ট কখন অস্পষ্ট কখন বা তিরোহিত ভাবে বিরাজ করিতে লাগিলেন । বলা বাহুল্য যে এই বিষাদময়ী মূৰ্ত্তির সহিত বিরহিতমৈত্রপ্রতির মান করুণামূৰ্ত্তি মিশ্রিত হইয় একাকার হইয়া গিয়াছে।