পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鲁峨 * স্বরেন্দ্রনাথ মজুমদার উপজীব্য। বােগেন্দ্রনাথের রচনা ইর্তে যেমন কবির পতনষ্টান এবং নানা ঘাত-প্রতিঘাতময় জীবনের পূর্ণাঙ্গ চিত্রটি মনশ্চক্ষে পরিস্ফুট হয়, তেমনি তাহার সাহিত্য-জীবনের ক্রমবিকাশের ধারাটিও অম্বুসরণ করিতে পারা যায়। - छत्र : रु९°-°क्लिङ्ग प्रबठमाष s९88 बनाएलब्र १४4 काख्ष दूषयांtञ्च भूबिई श्रहम । ३शंद्र পিতার নাম প্রসক্লুনাথ মজুমদার -যশোহর-বিভাগে ভৈরব-মঙ্গের তটবর্তী জগন্নাথপুর, জন্মভূমি। ইনি ভট্টনারায়ণসন্থত, রাঢ়ীয়-ব্রাহ্মণ-বংশোদ্ভব, ও পিতামাতার জ্যেষ্ঠ পুত্র। নিকটে বিদ্যালয় ছিল না, এবং বাল্যকালে রীতিমত শিক্ষা লাভ হয় নাই। পরন্তু, গৃহ-শিক্ষার কুশলতা হেতু, জন্মান্তরীণ স্থতির ছায় সম্বর ইর্ষার বুদ্ধিবৃত্তি জগন্ধক হইয়াছিল। ভাট নয় বৎসর বয়সে সুরেন্থ পরিষ্কার অক্ষরে চিন্ঠপত্র লিখিতেম ও জনৈক প্রতিবেশী আন্ধীয়ের নিকট পার্সি পড়িতেন। তিনি যুদ্ধবোৰস্বত্র ও দ্বিতোপদেশ প্রভৃতি কতিপয় নীতিগ্ৰন্থও কিছু কিছু অভ্যাস করেম। ১২৫৩ সালে তাছার গৃহাচাৰ্য্য পিতামহ পরলোক্‌-ধান্ত্র করেম ও কবি কর্তৃপক্ষ-বিহিত হয়েন -যেহেতু ইতিপূৰ্ব্বে জীবনের সপ্তম বর্ষে (১২৫১ সালে) তিনি পিতৃহীম হইয়াছিলেন। এই সময়, সুদূর-প্রস্থিত এক মাত্র জ্যেষ্ঠতাত তাহাদের জন্য অর্ধচিত্ত৷ কৱিতেন । সুতরাং মুরেন্দ্র অগত্য সংসার বহুনাৰ শিৱ নত করিতে বাধ্য হয়েন। স্বত্র ইহাতে অপকায় হইতে পারে, কিন্তু কবি স্থিবিজ্ঞানের সঙ্গে লোক-চি-চর্চার সুযোগ পান। তিনি সম্ভাব ও দচিার-রত এবং বিনয়-নয়ন্তীয় বিভূষিত ছিলেন। রংম্ভ ও সঙ্গীত-প্রিয়তাও তার কৈশোরচরিতের কোমল ক্রিয়া। বিশেষ, কাৰ্য-কুশলতার সহিত বৈষকি-মিজার সম্মিলন ছিল, তছন্ত কিশোর বয়সে এরূপ লোকায়াগ বা যশোলাত করিয়াছিলেন, যাহা অন্তৰ অমুলত বলিয়া বোধ হইতে পারে।