পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর שגא. দূর করিয়াছে। যে যে স্থানে স্কুলগুলি প্রতিষ্ঠিত, সেই সব গ্রামের এবং তাহায়ের আশপাশের পল্লীবাসীরা এই বিদ্যালয়গুলি অতি উপকারী বলিয়া মনে করে ; ইহার জন্য সরকারের কাছে তাহারা কৃতজ্ঞ। স্কুলগুলির যে যথেষ্ট আদর হইয়াছে, ছাত্র-সংখ্যাই তাহার প্রমাণ ” বিদ্যাসাগর বিভিন্ন জেলায় যে-সকল মডেল স্কুল স্থাপন করিয়া ছিলেন, নিম্নে তাহার একটি তালিকা দেওয়া হইল :– নদীয়৷ বেলঘোরিয়া মডেল স্কুল প্রতিষ্ঠাকাল- ২২ আগষ্ট ১৮৫৫ মহেশপুর કે ১ সেপ্টেম্বর , ভজনঘাট § s કે ” কুশদহ বা খাটুরী ঐ •• $s ॐ ” দেবগ্রাম ξ •• s२ ॐ ” বদ্ধমান আমাদপুর মডেল স্কুল প্রতিষ্ঠাকাল ... ২৬ আগষ্ট ১৮৫৫ জোগ্রাম કે २१ ॐ ” খণ্ডঘোষ કે ১ সেপ্টেম্বর ” মানকর ৩ ঐ ” দাইহাট કે ২৯ অক্টোবর ”